সামনেই কারো বিয়ে কি জন্মদিন কিংবা কোনো পার্টির আয়োজন করা হয়েছে বাড়িতে। সে উপলক্ষে আসবে মেহমান। আজকালকার মেহমানরা হয় খুব সৌন্দর্য-পিয়াসী। বিশেষ করে ঘরবাড়ির সৌন্দর্যের ব্যাপারে কোনো আপস করতে চায় না তারা। অথচ এই মুহূর্তেই আপনার ঘর একদম অগোছাল। ঘাবড়ানোর কিছু নেই। জেনে রাখুন ঘর গুছিয়ে রাখার কিছু সহজ টিপস।
০০ প্রথমেই হাতে প্রয়োজনীয় জিনিসগুলো জড়ো করুন। যেমন ব্যাগ বা বাস্কেট, পেপার টাওয়েল, নরম কাপড়সহ ঘর পরিষ্কার করার জিনিসগুলো। তারপর চিহ্নিত করুন বাড়ির কোন জায়গাগুলো ঠিক না গোছালেই নয়।
০০ জুতো রাখার জন্য চাকা লাগানো র্যাক রাখতে পারেন। এতে সহজেই র্যাকের ধুলো-ময়লা পরিষ্কার করা যায়। প্রয়োজনানুযায়ী জুতোগুলো সাজিয়ে রাখুন। দরকারের সময় যেন খুঁজে পেরেশান না হতে হয়।
০০ স্ন্যাকস, চা বা কফি সার্ভ করার জন্য ড্রয়িংরুমে একটি কফি টেবিল ব্যবহার করতে পারেন। টিভির রিমোট, ম্যাগাজিনগুলো কফি টেবিলের উপরে কিংবা ড্রয়ারে থাকলে ড্রয়ারেই ব্যবহার করুন। ছোট-খাটো জিনিসপত্র সাধারণত কফি টেবিলের নিচে রাখা হয়।
০০ বিছানা, বালিশ ও চাদর বেডের ড্রয়ারে আর কম্বল ও লেপ বেস ড্রয়ারে সহজেই মুভ করা যায় এমনভাবে রাখতে পারেন। ছেড়ে ফেলা জামা-কাপড় বা বিছানার চাদর কাচার জন্য এবং কাচার পরে পাট করে আলমারিতে তুলে রাখার জন্য বেডরুমে বাথরুমে কিংবা খাটের নিচেই একটি লন্ড্রি বাস্কেট অবশ্যই রাখুন।
০০ সহজে খুঁজে পাওয়ার জন্য রোজ পরার জামা সামনের তাকে, বাকি জামা-কাপড় হ্যাঙ্গারে পিছনের তাকে আলমারিতে রাখতে পারেন।
০০ ভিজা কাপড় মেলা, শুকনো কাপড় তুলে রাখা এবং ইস্ত্রি করার পর কাপড় রাখতে বারান্দায় একটি বাস্কেট ব্যবহার করতে পারেন।
০০ ডাইনিং টেবিলটা কেবল খাওয়া-দাওয়ার জন্য বরাদ্দ রাখুন। পেপারওয়ার্কিংয়ের জন্য বারান্দায় চেয়ার পেতে কিংবা ড্রয়িং রুমে সারুন। আর এর জন্য প্রতিদিন ব্যবহার্যাদি ডাইনিং হলের সাইড শেলফে রাখার ব্যবস্থা করুন।
০০ কিছু ভারী জিনিস কিচেনের বাইরের কোনো চাকাঅলা শেলফে রাখার ব্যবস্থা করুন। ধোয়া বাসন সিঙ্গের সামনে ফাঁকা দেওয়ালে ঝুলিয়ে নিন, যাতে পানি ঝরলে সিঙ্গেই ঝরে। এতে কিচেন কাউন্টার ফাঁকা রাখা যাবে।
০০ বাথরুমে মুভেবল র্যাক দেওয়ালে লাগিয়ে নিতে পারেন। তবে স্থান ও মুখ দেওয়ার জিনিস আলাদা আলাদা র্যাকে রাখুন। বাচ্চাদের স্নানের খেলনা নেটের ব্যাগে ঝুলিয়ে রাখুন। এতে পানি ঝরে যাবে আর চারদিকে ছড়িয়েও পড়বে না।
সূত্র: দৈনিক ইত্তেফাক, জুন ০১, ২০১০
Leave a Reply