গ্রীষ্মের পুরো সময়জুড়ে তপ্ত বাতাসের সঙ্গী হয়ে ঘরে ঢুকে যায় ধুলোরাশি। জানালার ফাঁকে ফাঁকে ধুলোর এই স্তর একদিকে যেমন রোগের সংক্রমণ ঘটায় তেমনি বাড়িজুড়ে পোকার আক্রমণেও সহায়তা করে। আর তাই তো ঘরে সৌন্দর্য অটুট রাখতে ঘরের অবিচ্ছেদ্য অংশ বাতায়নকেও রাখতে হবে পরিচ্ছন্ন, যাতে অনাকাঙিক্ষত ধুলো এসে ঘরের সৌন্দর্যের হানি ঘটাতে না পারে সে সম্পর্কের কিছু টিপস জেনে রাখতেই এই আয়োজন। লিখেছেন রুদ্র মাহফুজ
জানাশোনার প্রথম ফর্দ
০০ বাতায়ন অর্থাৎ জানালাজুড়ে বড় পর্দা ব্যবহার করুন, যাতে ঘরে ধুলো কম প্রবেশ করতে পারে।
০০ জানালার সাথে ঝুলে থাকা ভারী পর্দাগুলো ঘন ঘন ধোয়াটা একটু মুশকিলই বটে। তাই প্রতিদিনই ঝাড়ণ্ড দিয়ে ব্রাশ করুন। আর এতে পড়ে যাবে আলগা ময়লাগুলো।
০০ নিত্যদিনের কাজের সাথে জানালা পরিষ্কার করার কাজটিকে যোগ করে নিন, সাথে ভেজা কাপড় দিয়ে মুছতে ভুলবেন না।
০০ পরিষ্কারের এই পন্থা দেখে হয়ত কিছু ধুলো লুকিয়ে পড়তে পারে কোণায় কোণায়। তাদের হটাতে ব্যবহার করুন পুরনো টুথব্রাস কিংবা চিকন ব্রাস।
০০ আকজাল হরহামেশাই কাচের জানালা ব্যবহৃত হচ্ছে। যেহেতু ঘরের সৌন্দর্য বাড়াতেই এই আয়োজন তাই কাচের জানালাকে প্রথমে পানি ও পরে নিউজপ্রিন্টের কাগজ দিয়ে ঘষুন। দেখবেন কেমন চকচক করছে। আবার এ জন্য রয়েছে বিশেষ এক ধরনের তরল, তাও ব্যবহার করতে পারেন।
০০ জানালার স্পঞ্জের রোলার ব্রাস ব্যবহার করুন।
০০ শৌখিনতা যাদের চিন্তাজুড়ে, তাদের ঘরে শৌখিন জানালা তো থাকবেই। আর সেটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বড় ব্রাস খুবই প্রয়োজন।
০০ রান্নাঘরের জানালা সকালবেলা রান্নার সময় খুলে দিন আবার রান্না শেষ হলেই বন্ধ করতে ভুলবেন না। যদি ভুলেন, তাহলে পোকামাকড় শিস দিতে দিতে ঢুকে যাবে আপনার ঘরে।
০০ অন্যান্য ঘরে জানালা সকালে খুলে সন্ধ্যায় অবশ্যই বন্ধ করুন এবং কাজের বাড়তি চাপ না নিয়ে একেকদিন একেক ঘরের জানালা পরিষ্কার করুন।
০০ ঘরের ভেন্টিলেটরে যদি পাখির বাসা দেখতে না চান তাহলে শলার ঝাড়ু দিয়ে পরিষ্কার করুন। আর যদি আপনার বাড়িতে যদি মেলে উত্তর কিংবা দক্ষিণ জানালা, তাহলে বাতায়ন বাতাসে নিজেকে স্নিগ্ধ করে নিতে ভুলবেন না।
মনে রাখুন কিছু কথা
জানালা পরিষ্কার করতে কাপড় থেকে ঝাড়ুই বেশি কার্যকর। প্রথমে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে পরে লিকুইড ক্লিনার কিংবা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন। জানালা থেকে ধুলোকে উচ্ছেদ করে সুন্দর ও নিরাপদ রাখুন আপনার পরিবারকে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, জুন ০১, ২০১০
Leave a Reply