গরমে চুল খোলা রাখার ঝক্কি অনেক। বেঁধে রাখলেও আবার যেন ফ্যাশনটা ঠিক হয় না। এর সমাধান হতে পারে পনিটেইল বা ঝুঁটি।
পনিটেইলে ক্যাজুয়াল ভাবটাই ফুটে ওঠে। তবে একটু ভিন্নভাবে বাঁধলে এটাই হয়ে যায় জমকালো চুলের সাজ।
রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান জানান, পনিটেইল করার আগে চুলে অবশ্যই শ্যাম্পু করে নিতে হবে। চুলের গোড়ায় যেন তেল না থাকে। ব্রাশ করার সময় তেল উপরে চলে এসে চিপচিপে দেখায়।
ফিতার ঝুঁটি
সিরাম বা ওয়াক্স দিয়ে চুলকে একদম টান টান করে আঁচড়ে নিন।
ঘাড় পর্যন্ত নিচে নিয়ে এসে ঝুঁটি করুন।
এবার পছন্দসই ফিতা রাবার ব্যান্ডের ওপর দিয়ে পেঁচিয়ে নিন। এরপর আড়াআড়িভাবে প্যাঁচ দিতে দিতে নিচ পর্যন্ত নিয়ে যান। শেষে বো করে বেঁধে নিন।
কেজো ঝুঁটি
এক পাশে সিঁথি করে নিন। সিরাম দিয়ে চুলগুলোকে মসৃণ করে আঁচড়ে নিন।
ঠিক ঘাড় বরাবর হেয়ার ব্যান্ড দিয়ে ঝুঁটি বেঁধে নিন।
কিছু চুল হেয়ার ব্যান্ডের ওপর দিয়ে ঘুরিয়ে নিয়ে আটকে দিন।
পার্টি ঝুঁটি
চিকন চিরুনি দিয়ে চুলের সামনের দিকে কিছুটা অংশ অল্প ফাঁপিয়ে নিতে হবে।
সামনের ফোলানো অংশের ওপরের দিকটি আলতোভাবে মসৃণ করে নিন। বেশি টেনে আঁচড়াবেন না। পেছনের চুল কয়েকটি ক্লিপ দিয়ে আটকে নিন।
দুই পাশের বাকি চুলগুলোকে সিরাম বা ওয়াক্স দিয়ে টেনে উঁচু করে ঝুঁটি করুন।
ঝুঁটিটি নিচু করে বাঁধতে হবে।
জমকালো ঝুঁটি
সামনে দুই-তিনটি ফ্রেঞ্চ বেণি করে একটু উঁচুতে পনিটেলটা বাঁধতে হবে। এটা যেকোনো জমকালো সাজের সঙ্গে মানানসই।
চুল বাঁধতে আমরা অনেক কিছুই ব্যবহার করি। এখানে সেগুলোর ধারণা দেওয়া হলো—
মুস
চুলের ফোলাভাব তৈরি করে। সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে যদি গলফের বলের আকার পরিমাণ মুস নেওয়া হয়। চুলের গোড়া থেকে নিচ পর্যন্ত এটা লাগানো যায়।
জেল
চুলের স্টাইলটাকে সারা দিন ধরে রাখবে, না ধোয়া পর্যন্ত।
ওয়াক্স
উসকোখুসকো চুলের স্টাইলকে ঠিক রাখবে, চুলে চকচকে ভাব আনবে। ছোট চুলের জন্য এটি বেশি কার্যকর। তবে অতিরিক্ত ব্যবহারে চুল আঠা আঠা হয়ে যায়।
সিরাম
চুলে চকচকে ভাব আনবে। কিন্তু চুল অনেকক্ষণ আটকে থাকবে না। লম্বা এবং ছোট চুলের জন্য পরিমাপ বুঝে দিতে হবে। বেশি দিলে চুল তেলতেলে হয়ে থাকবে।
হেয়ার স্প্রে
চুল বাঁধা শেষ করে আরও সুন্দর দেখানোর জন্য দরকার হেয়ার স্প্রে, তবে সরাসরি স্প্রে করবেন না। চুলের চার ইঞ্চি দূর থেকে দিতে হবে। হেয়ার স্প্রের মিস্টটা শুধু চুলে নিতে হবে।
রয়া মুনতাসীর
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ১১, ২০১০
Leave a Reply