বইমেলা বলতেই সবার চোখে ভেসে ওঠে একুশের বইমেলা। একুশের বই ছাড়াও ঢাকায় বিভিন্ন বইমেলার আয়োজন করা হয়। যেমন ঢাকায় শাহবাগে পাবলিক লাইব্রেরি চত্বরে এখন চলছে বাংলা বছর শেষে চৈত্রসংক্রান্তি উপলক্ষে বই উৎসব।
১ এপ্রিল অ্যাডর্ন পাবলিকেশন আয়োজিত চৈত্রসংক্রান্তির এই বই উৎসব শুরু হয়েছে। উৎসবের উদ্বোধনী দিনে বিপ্রদাশ বড়ুয়া, রেজাউর রহমান, সাইম রানাসহ কবি, কথাশিল্পী, প্রবন্ধকারসহ অমর একুশে গ্রন্থমেলা ২০১০-এ প্রকাশিত নতুন বইয়ের নবীন, প্রবীণ লেখক ও গবেষকেরা উপস্থিত ছিলেন।
বিপ্রদাশ বড়ুয়া বলেন, বই আমাদের সবচেয়ে ভালো বন্ধু। আজকের তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য বই না পড়া বড় একটি কারণ। তিনি বলেন, তরুণ প্রজন্মকে বইয়ের মধ্যে ফিরিয়ে আনতে হবে।
রেজাউর রহমান বলেন, শুধু একুশে বইমেলা আয়োজন করে থেমে থাকলে চলবে না, আমাদের প্রতিটি উৎসব উপলক্ষে বইমেলার আয়োজন করতে হবে।
মেলা আয়োজন সম্পর্কে অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক ও প্রধান নির্বাহী সৈয়দ জাকির হোসাইন বলেন, ‘বৈশাখ আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ মাধ্যম। নববর্ষ উপলক্ষে পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমনকে স্বাগত জানাতে এই আয়োজন।’ তিনি বলেন, পাঠক যেন স্বল্প মূল্যে তাঁর পছন্দের বইটি কিনতে পারেন এ জন্য মেলায় ৩৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দেওয়া হয়েছে। মেলায় শিশু-কিশোরদের বই, গল্প, উপন্যাস, নাটক, কবিতা, ক্লাসিক প্রবন্ধ, গবেষণা, ভ্রমণ, রাজনীতি, আদিবাসী, দর্শন, ধর্ম, ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্মৃতিকথাসহ বাংলা-ইংরেজি উভয় ভাষায় লেখা বই পাওয়া যাবে। ছুটির দিন ছাড়া মেলা খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। ১৩ এপ্রিল পর্যন্ত মেলা চলবে।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৬, ২০১০
Leave a Reply