বিদ্যুতের ব্যবহার ছাড়া আমাদের দৈনন্দিন জীবন যেন কল্পনাই করা যায় না। আর এ ক্ষেত্রে অবধারিতভাবে চলে আসে বৈদ্যুতিক তারের ব্যবহার। একসঙ্গে অনেক যন্ত্রের ব্যবহারে ঘরে বৈদ্যুতিক তারের আধিক্য দেখা দেয়। ঠিকমতো গোছানোর অভাবে বৈদ্যুতিক তারে জটলা বেঁধে যায়। এ থেকে সৃষ্টি হয় বিভিন্ন সমস্যা। একদিক থেকে কোন যন্ত্রের জন্য কোন তার ব্যবহূত হচ্ছে তা চিহ্নিত করতে সমস্যা, অন্যদিকে এ থেকে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে যেকোনো সময়। ফলে স্থায়ীভাবে বৈদ্যুতিক যন্ত্র নষ্টসহ বসতবাড়িতে আগুনও লেগে যেতে পারে। অনেক বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারের ফলে যেন এতে ব্যবহূত তারে জটলা না বাঁধে এ জন্য অবশ্যই সতর্কতা প্রয়োজন। এসব বিষয়ে বিভিন্ন সমস্যা ও সতর্কতা নিয়ে কথা বললেন ট্রান্সকম ইলেকট্রনিকসের সেবা তত্ত্বাবধায়ক বাহার উদ্দীন।
বৈদ্যুতিক তার এলোমেলোভাবে থাকলে একসময় জটলা পাকিয়ে যায়। কোন যন্ত্রের কোন তার তা চিহ্নিত করতে সমস্যা হয়। এ ছাড়া জটলা পাকিয়ে যাওয়া তারে কোনো সমস্যা হচ্ছে কি না, তা বোঝা মুশকিল হয়ে যায়। ফলে এ থেকে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। এসব দুর্ঘটনা এড়ানোর জন্য স্থায়ী ব্যবহূত বৈদ্যুতিক তারগুলো দেয়ালে চ্যানেলের ভেতর ঢুকিয়ে ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া তার যাতে জটলা পাকিয়ে না যায় এ জন্য টাই ক্লিপ দিয়ে বিভিন্ন যন্ত্রের তার আলাদা আলাদা করে আটকিয়ে রাখা যেতে পারে। কোন যন্ত্রের কোন তার, তা চিহ্নিত করার জন্য বিভিন্ন রঙের স্কচটেপ তারে লাগিয়ে চিহ্নিত করা যেতে পারে। এ ছাড়া যেসব যন্ত্রের ব্যবহার ক্ষণস্থায়ী, তা ব্যবহার করার পর ব্যবহূত তার গুছিয়ে রাখলে ঝামেলা কম হয়।
বৈদ্যুতিক তার জটলা পাকিয়ে গেলে অনেক সময় তা ইঁদুরে কেটে ফেলে। এ থেকেও ঘটে যেতে পারে দুর্ঘটনা। তাই তার যেন জটলা পাকিয়ে না যায়, সে ব্যবস্থা করতে হবে। শিশুরা যাতে তারের পাশে খেলাধুলা না করে, সেদিকে লক্ষ রাখা প্রয়োজন। অনেকগুলো বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারের জন্য অনেকে বহুমুখবিশিষ্ট প্লাগ ব্যবহার করে। এসব প্লাগ যেন মানসম্মত হয়, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। ঘরের মধ্যে অপ্রয়োজনীয় তার অপসারণ করেও এর জটলা রোধ করা যায়।
বৈদ্যুতিক তার ব্যবহারের ক্ষেত্রে যেন তা থেকে জটলা সৃষ্টি না হয়, সে জন্য এসব নিয়ম মেনে চলুন। দেখবেন দুর্ঘটনা আপনার ধারে-কাছেও আসবে না।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ১৬, ২০১০
Leave a Reply