বিপণন
পেশা পরামর্শ
আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে বিবিএ পাস করেছি। ব্যাংকিং জগতে পেশা গড়তে চাই। তবে ডেবিট বা ক্রেডিট কার্ড বিপণনের কাজে আগ্রহ নেই। ব্র্যান্ড ব্যবস্থাপনায় আমি খুবই আগ্রহী। আমার প্রশ্ন হলো—ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে কাজ করার জন্য কি আমার ফাইন্যান্স বিষয়ে ডিগ্রি লাগবে? মার্কেটিংয়ে বিবিএ করে ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে চাকরি করতে পারব কি না।
রাজীব আহমেদ
ধানমন্ডি, ঢাকা।
পরামর্শ: ব্যাংকে পেশাজীবন গড়তে হলে যে ফাইন্যান্স পড়তে হবে, এমন কোনো কথা নেই। কাজ শেখার উত্সাহ, পরিশ্রম, আর চৌকসভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সব সময় শিক্ষাজীবনের ধারাবাহিকতায় ভালো ফলাফলকে প্রাধান্য দেওয়া হয়। আজকাল ব্যাংকিং পেশা হিসেবে অনেকটাই বিশেষায়িত হয়ে উঠেছে, তাই ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট তথা সব বিষয়ের প্রয়োজন আছে। ফাইন্যান্সিয়াল মার্কেটিং অন্যান্য মার্কেটিং ব্যবস্থাপনা থেকে একটু আলাদা। ব্যাংকিং প্রোডাক্ট এবং অপারেশন সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। তবে তা অভিজ্ঞতার সঙ্গে বৃদ্ধি পাবে। সব শেষে বলা যায়, আপনার প্রাথমিক দক্ষতাগুলো সঠিকভাবে প্রয়োগ করতে হবে।
পরামর্শ দিয়েছেন এম নাজিম এ চৌধুরী
হেড অব মার্কেটিং, ইস্টার্ন ব্যাংক লিমিটেড
দক্ষতা
চাকরিতে আবেদনের সময় ‘কভার লেটারের’ প্রয়োজন বা গুরুত্ব কেমন? এতে কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব দেবো?
রিজওয়ান ইয়াসিন, ঢাকা
পরামর্শ: চাকরিতে আবেদনের সময় ‘কভার লেটার’-এর গুরুত্ব অপরিসীম। অসংখ্য চাকরিপ্রার্থী চাকরির জন্য জীবনবৃত্তান্ত পাঠায়। সে ক্ষেত্রে উন্নত ও ব্যতিক্রমধর্মী কভার লেটার যাদের থাকে, চাকরিদাতারা তাদের সহজেই পৃথক করতে পারেন।কভার লেটার হতে হবে এক পাতার এবং নাতিদীর্ঘ। একজন চাকরিপ্রার্থী যে প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেছে, সে প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পর্কে তার ধারণা কভার লেটারে থাকতে হবে। কভার লেটারে একই জিনিস বারবার উল্লেখ করা যাবে না। কভার লেটারে চাকরিপ্রার্থী তার পেশাগত জীবন বা অন্য কোনো প্রাসঙ্গিক ক্ষেত্রের এক বা দুইটি উল্লেখযোগ্য অর্জন বা দক্ষতার কথা সংক্ষেপে উল্লেখ করতে পারে।
পরামর্শ দিয়েছেন মনোয়ার উদ্দিন আহমেদ
লিড কনসালটেন্ট, মনোয়ার অ্যাসোসিয়েটস
সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ২৬, ২০০৯
Leave a Reply