আজকাল প্রয়োজন ছাড়াও এ অপারেশন হচ্ছে। এতে সংশ্লিষ্ট ডাক্তার ও রোগিনী এবং রোগিনীর আত্মীয়-স্বজনরাও সহজবোধ করে। তাহলে কি সিজারিয়ানের মাধ্যমে ডেলিভারি পদ্ধতিটাই উত্তম? তাকি হতে পারে? প্রকৃতির নিয়মের চেয়ে কি মানষের তৈরি নিয়ম বেশি ভালো হতে পারে? কখন-ই না। যখন প্রাকৃতিক নিয়মে প্রসব বাচ্চা অথবা মা অথবা উভয়ের জন্যই ঝুঁকিপুর্ণ হয় সেসব ক্ষেত্রে সিজারিয়ান অপারেশনের বিকল্প নেই। নয় মাস সাতদিন গর্ভে ধারণ করে একজন মা, সঙ্গে বাচ্চার বাবা এবং আত্মীয়-স্বজনরা সবাই একটা সুন্দর, সুস্হ শিশুর অপেক্ষায় থাকে। কেউ কেউ আবার যে কোনো মুল্যেই হোক স্বাভাবিক প্রসবের অপেক্ষায় থেকে মা/বাবা বা উভয়কেই হারায় বা একটা ক্ষতির স্বীকার হয়। কাজেই অকারণেই অপারেশন করা বা প্রয়োজনে না করা দুটোই ক্ষতিকর।
সিজারিয়ান অপারেশ প্রয়োজন যদি-
১. বাচ্চা যদি বড় হয় এবং মা যদি সে তুলনায় ছোট হয়।
২. গর্ভফুল যদি নিচের দিকে থাকে।
৩. বাচ্চার গর্ভে অবস্হান যদি উল্টো বা পাতালী হয়।
৪. সন্তান প্রসবের আগেই যদি রক্তপাত হয়।
৫. বাচ্চার যদি শ্বাসকষ্ট হয়, বাচ্চা পেটে ভেতরেই মৃত্যু হয়।
৬. মায়ের যদি উচ্চ রক্তচাপ, হার্টের অসুখ বা অন্যকোনো অসুখ থাকে অথবা স্বাভাবিক সন্তান প্রসব যদি বিলম্বিত হবে বলে ধারণা করা হয়।
৭. আগের সন্তান যদি ‘সিজারিয়ান’ ডেলিভারি হয়।
৮. গর্ভের পানি যদি বেশি শুকিয়ে যায়।
৯. বাচ্চা যদি গর্ভেই কোনো কারণে দুর্বল হয়ে যায় ইত্যাদি।
———————-
আমার দেশ, ৩ জুন ২০০৮
Leave a Reply