বন্ধুদের জন্য বিশেষ দিনটিতে নিজেকে সবার মাঝে আরেকটু ভিন্ন আর নান্দনিক উপায়ে নিজেকে উপস্থাপন করতে কড়চা’র রূপচর্চা বিভাগে এই বিশেষ ফিচারটি লিখেছেন হেয়ারোবিক্স ব্রাইডাল এর হেড অফ অপারেশন্স রূপ বিশেষজ্ঞ তানজিমা শারমীন মিউনী
রক্তের সম্পর্ক হয় চাওয়া-পাওয়ার। ভালোবাসার সম্পর্ক বিনিময়ের। বন্ধুত্ব এমনই একটি সর্ম্পক যে সম্পর্ক এ সব কিছুর উর্ধ্বে। আত্মার সম্পর্ক হল বন্ধুত্বের। এ সম্পর্কে নেই কোনো পিছুটান, কোনো বন্ধন। তারপরও অপার্থিব আকর্ষণ ভিন্ন জগতের মানুষকে টেনে আনে কাছে। সৃষ্টি হয় বন্ধুত্বের মত পবিত্র সম্পর্ক। আমার কাছে ফ্যাশন বা সাজসজ্জা হচ্ছে নিজের চাওয়া ও অন্যের চোখে ভাললাগার এক অদ্ভুদ সমন্বয়। কোনো একটি সাজপোশাক নিজের কাছে ভাললাগবে এবং সত্যের চোখেও তা যেন দৃষ্টিনন্দন হব সেদিকে খেয়াল রাখতে হবে। সব সময় মনে রাখতে হবে স্টাইল মানুষের জন্য মানুষ স্টাইলের জন্য নয়। তাই সাজুন নিজের মন থেকে মনের মত করে আপনার প্রিয় বন্ধুর জন্য। যাতে আপনি স্বা”ছন্দ্যবোধ করেন এবং যা আপনি ক্যারি করতে পারেন। খেয়াল রাখবেন আপনার বয়স, পেশা, স্কিন কালার, সামাজিক অবস’ান, পরিবেশ, আবহাওয়া এ সবকিছু। বন্ধুদিবসে প্রিয় বন্ধুর জন্য সাজতে চাইলে সাজুন আপনার নিজের মনের মত করে যা সুন্দর করে তুলবে আপনাকে যা আপনি ক্যারি করতে পারবেন, স্বা”ছন্দ্যবোধ করবেন। হয়ে উঠুন আপনার কাছে আপনিই সবচাইতে সেরা। যদি সত্যিকারের প্রিয় বন্ধু হয় ভাল তো তার লাগতেই হবে।
আপনার সুবিধার্থে বেসিক কিছু ধারণা
ছেলেদের ক্ষেত্রে : ছেলেদের সৌন্দর্যচর্চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিষ্কার পরিছন্নতা। নিজেকে সতেজ ও সুরভিত রাখতে পুরুষরা ব্যবহার করতে পারেন লোশন, ডিওডেরান্ট, বডি স্প্রে, পারফিউম। এ সময়টা বেশ গরম তাই সিনসেটিক পোশাক যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। গরমের জন্য আদর্শ হচ্ছে- সুতি, লিনেন, এগুলো যথেষ্ট আরামদায়ক এবং সি’তিদায়ক। সস্পূর্ণ সুতি ও লিলেন কাপড়ের সুবিধা হচ্ছে এতে আপনার ত্বক শ্বাস নিতে পারে এবং এসব কাপড় গাম শোষণে সহায়ক।
অনেকের পক্ষেই সঠিক পোশাক নির্বাচন করা কঠিন হয়ে পড়েন। কোন ধরনের পোশাক তাকে মানাবে এটা অনেকেরই মাথা ব্যথার কারণ হয়ে দাড়ায়। সেক্ষেত্রে বিচিত্র বা কিম্ভুতকিমাকার কিছু ট্রাই না করে নিরাপদ ডিজাইন অনুসরণ করাই ভাল। শুধু পোশাক নয় সঙ্গে বেল্ট, মোজা, জুতা, নির্বাচনও গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে একটি ফর্মুলা মেনে চলা যায় সেটা হল বেল্টের সাথে মিলিয়ে জুতা পরা। খেয়াল রাখতে হবে আপনার মোজার রং যেন প্যান্টের রঙ্গের কাছাকাছি কোনো রং এর হয়। কিছু মৌলিক বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে স্ট্রাইপ প্যান্টের সাথে স্ট্রাইপ শার্ট মানায় না। চেকের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
দিনের বেলা অনেক রোদ থাকে। কড়া রং তাপ শোষণ করে তাই এসব রং হবে আপনার অস্বস্তির কারণ। তাই গরমে সাদা এবং প্যাস্টেল রংয়ের শার্টই আদর্শ। এর বাইরে চলতে পারে অন্যান্য হালকা রং এর একরঙা শার্ট।
প্যান্টের ক্ষেত্রে হোয়াইট, হালকা গ্রে, মিডিয়াম ব্লু, হালকা বাদামি রঙের প্যান্ট আপনাকে স্বস্তি দেবে। দিন শেষে পুরুষের পোশাকেও আসবে পরিবর্তন। অফিসে যেমন পার্টির পোশাক পরা যায় না তেমনি অফিসের পোশাকেও পার্টিতে যাওয়াও যাবেনা। রাতে যে কোনো রং বাছতে পারেন। বেছে নিতে পারেন বন্ধুর পছন্দের রং।
নারির সৌন্দর্যের প্রথম কথাই হচ্ছে চুল। চুল সৌন্দর্য বিকাশের একটি অপরিহার্য উপাদান। ব্যক্তিত্ব পরিবর্তনে চুলের স্টাইল ব্যাপক ভূমিকা রাখে। হেয়ারস্টাইল পরিবর্তন করে একজনের চেহারা মুহুর্তের মধ্যে পাল্টে ফেলা যায়। তবে যেকোনো হেয়ার ফ্যাশনে সবাইকে মানাবে এটি ঠিক নয়। এটি নির্ভর করে তার মুখমন্ডলের শেইপ, তার বডিস্ট্রাকচার তার প্রফেশন ও পারসোনালিটির উপর। যেকোনো হেয়ার স্টাইলের পর আপনার মুখে যে পরিবর্তন আসবে সেটা যদি পজেটিভ হয় তাহলে স্বাভাবিকভাবেই আপনার আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে যাবে। ট্রাই করতে পারেন আপনার প্রিয় বন্ধুর জন্য আপনার বিশেষ লুক বা আপনাকে আরও ভাললাগার কারণ হয়ে যাবে।
মেকআপ করবেন সবসময় মনে রাখবেন মেকাপের মাধ্যমে সাময়িকভাবে বদলে দেয়া যায়। তবে বাস্তবে আপনি দীর্ঘস’ায়ীভাবে নিজের মেকওভার করতে পারেন। আপনার হেয়ার কাট, হেয়ার কালার, এবং পোশাক এর সঠিক নির্বাচন এবং ভাল স্কিন অর্জনের মাধ্যমে। বন্ধুত্বের সম্পর্ক আত্মার সাথে বাহ্যিক সৌন্দর্যের সাথে নয়। তাই নিজেকে পরিবর্তনের চেষ্টা না করে নিজের মনের খুশিটাকেই প্রাধান্য দিন। মনের খুশির চাইতে বড় সুন্দর বন্ধু জন্য আর কিছু নাই। তাই সুস্থ থাকুন। সুন্দর থাকুন। সাজুন সেই সাজ যে সাজ আপনার মনকে আনন্দ দেয়।
মডেল তাজ্জি, শাহরুখ’স কালেকশনের জন্য এই ছবি
তুলেছেন সাফাওয়াত খান সাফু
সূত্র: দৈনিক ইত্তেফাক, জুলাই ২৮, ২০০৯
Leave a Reply