পিৎজাহাটের পিৎজা। এ নামটিই ভোজনরসিকদের জিভে জল আনার জন্য যথেষ্ট। আর পিৎজাহাট সেই ভোজনরসিকদের জন্য নিয়ে এসেছে এক দারুণ খবর। বিশ্বখ্যাত পিৎজাহাট বাংলাদেশে নিয়ে এল নতুন স্বাদের ‘স্টাফড ক্রাস্ট পিৎজা’। ১২ জুলাই পিৎজাহাট গুলশান এক অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হলো নতুন স্বাদের এই পিৎজার সঙ্গে। ট্রান্সকম ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী পিৎজাহাটের পুরো দলকে নিয়ে এই স্টাফড ক্রাস্ট পিৎজার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘আশা করি এই স্টাফড ক্রাস্ট পিৎজা আমাদের ভোক্তারা খুব পছন্দ করবেন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সেরা ক্যাজুয়াল ডাইন-ইন রেস্টুরেন্ট হিসেবে প্রতিষ্ঠা করা পিৎজাহাটের লক্ষ্য। যেখানে ভোজনরসিকেরা একটি আরামদায়ক এবং আনন্দময় পরিবেশে অনেক ধরনের খাবার থেকে নিজের
পছন্দমতো খাবার বেছে নিতে পারবেন।’ এ অনুষ্ঠানে নতুন এই পিৎজার সঙ্গে নতুন একটি মেন্যুও উদ্বোধন করা হয়। এখন থেকে নতুন এই স্টাফড ক্রাস্ট পিৎজা পাওয়া যাবে পিৎজাহাটের ধানমন্ডি ও গুলশান আউটলেটে। নতুন এই পিৎজার বিশেষত্ব হলো পনিরের ব্যবহার। এর রুটির মধ্যেও পনির স্টাফড অবস্থায় থাকবে।
উল্লেখ্য, পিৎজাহাট ২০০৩ সালের ৬ ডিসেম্বর গুলশানে ফ্লাগ শিপ রেস্টুরেন্ট দিয়ে বাংলাদেশে প্রথম একটি আন্তর্জাতিক রেস্টুরেন্ট হিসেবে যাত্রা শুরু করে।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১৪, ২০০৯
Leave a Reply