বর্তমানে দেশের ১৫টি চিনিকলে প্রতিবছর গড়ে প্রায় ২০ লাখ মে• টন আখ মাড়াই করে ৩ শতাংশ হিসেবে প্রায় ৬০ হাজার মে• টন কাঁচা প্রেসমাড উৎপাদন হয়, যা সাধারণ পচন প্রক্রিয়ার মাধ্যমে স্বল্প খরচে অতি সহজেই প্রায় ৩০ হাজার মে• টন জৈব সার তৈরি করা সম্ভব। সাধারণ পচন প্রক্রিয়ায় প্রেসমাড দিয়ে এবং ডিস্টিলারি বর্জ্য ব্যবহার করে জৈব সার প্রস্তুতকরণ। প্রেসমাড অণুজীব সমৃদ্ধকরণের মাধ্যমে জৈব সার প্রস্তুতকরণ।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নিজস্ব অর্থায়নে ১ নম্বর প্রকল্পটি সব চিনিকলে বাস্তবায়নের মাধ্যমে জৈবসার বিপণনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সরকারি অর্থায়নে ২ নম্বর প্রকল্পটি কেরু অ্যান্ড কোং মিলে বৃহৎ আকারে বাস্তবায়নের জন্য শিল্প মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে।
মো• ছোলাইমান খান
সূত্রঃ প্রথম আলো, ডিসেম্বর ০৬, ২০০৮
Leave a Reply