প্রশ্ন: গর্ভাবস্থার শেষ দিকে হাঁটাহাঁটি করলে স্বাভাবিক সন্তান প্রসব সহজ হয়—এ কথা কি ঠিক?
উত্তর: প্রসব স্বাভাবিক হবে, না অস্ত্রোপচার লাগবে, তা অনেক কিছুর ওপর নির্ভর করে। যেমন: মায়ের শ্রোণিচক্রের আকার ও আয়তনের সঙ্গে গর্ভস্থ শিশুর আকারের সামঞ্জস্য, মায়ের উচ্চ রক্তচাপ প্রি-একলাম্পসিয়া বা অন্যান্য শারীরিক জটিলতা, জরায়ুতে শিশু সঠিক অবস্থানে আছে কি না ইত্যাদি। তবে গর্ভাবস্থার শেষ দিকে এমনকি মায়ের প্রসববেদনা ওঠার পরও খানিকটা হাঁটাহাঁটি করতে বলা হয় নানা কারণে। এতে শ্রোণিচক্র ও কোমরের হাড়, পেশি ও লিগামেন্টের নমনীয়তা বাড়ে, শিথিল হয়, শিশুর নিচে নেমে আসা এবং অনেক সময় গর্ভে শিশু ঘুরে ঠিক অবস্থানে আসতেও সাহায্য করে। তাই মুরব্বিদের কথাটা একেবারে ফেলনা নয়। তবে কেবল এটা করলেই যে প্রসব স্বাভাবিক হবে, তাও ঠিক নয়।
ডা. মুনা সালিমা জাহান
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ২২, ২০১৩
Leave a Reply