প্রশ্ন: চোখে ছানি পাকার পর যথাসময়ে অস্ত্রোপচার না করলে কী ক্ষতি হতে পারে?
উত্তর: ছানি বা ক্যাটার্যাক্ট ম্যাচিউর হওয়ার পর বা পাকার পর অস্ত্রোপচার না করলে চোখের অন্তর্বর্তী চাপ বেড়ে গিয়ে গ্লুকোমা হতে পারে। গ্লুকোমার কারণে চোখের স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে পরবর্তী সময়ে ছানি কেটেও ভালো দৃষ্টিশক্তি ফিরে না-ও আসতে পারে। এ ছাড়া চোখের প্রদাহ, লেন্সের স্থানচ্যুতি ইত্যাদি জটিলতা সৃষ্টি হয়ে দৃষ্টিশক্তির আরও অবনতি হতে পারে। তাই ছানি পেকে যাওয়ার পর যথাসময়ে চোখ ভালো থাকতেই অস্ত্রোপচার করে নেওয়া উচিত।
অধ্যাপক এম নজরুল ইসলাম
চক্ষু বিভাগ, বারডেম হাসপাতাল
Leave a Reply