প্রশ্ন: সন্তানকে স্তন্যদানরত অবস্থায় নারীরা কি জন্মবিরতিকরণ বড়ি খেতে পারবেন?
উত্তর: স্তন্যদানরত অবস্থায় নারীদের কিছুদিন মাসিক বন্ধ থাকে এবং এ সময় আবার গর্ভধারণের ঝুঁকি কম। তবু ঝুঁকি এড়াতে অবশ্যই কোনো না কোনো নিয়ন্ত্রণপদ্ধতি অবলম্বন করা উচিত। এ সময় প্রোটেকশন, আইইউডি, ইনজেকশন ইত্যাদি পদ্ধতি বেশি নিরাপদ। আর বড়ি খেতে চাইলে শুধু প্রজেস্টেরন রয়েছে, এমন বড়ি বা প্রজেস্টেরন অনলি পিল, মিনিপিল ইত্যাদি খাওয়া যাবে।
ডা. রোনা লায়লা,
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ
বারডেম হাসপাতাল।
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১৯, ২০১৩
Leave a Reply