গ্রীষ্মকালে গরম ও আর্দ্র আবহাওয়ায় অনেকের বুকে-পিঠে, গলায় সাদা বা কালো যেসব দাগ দেখা যায়, তাকে সাধারণত ছুলি বলা হয়। চিকিৎসাবিজ্ঞানে বলা হয় পিটাইরিয়াসিস ভারসিকোলোর। এটি আসলে একধরনের ছত্রাক সংক্রমণ, যা গরমকালেই বেড়ে যায়। যাঁরা রোদে ও খালি গায়ে বাইরে কাজ করেন ও প্রচুর ঘামেন, তাঁদেরই বেশি হয় এ সমস্যা। এতে চুলকানি হয় না, কিন্তু মিহি খোসাযুক্ত সাদা বা কালচে গোল গোল ছোপ দেখা দেয়।
ছুলির সমস্যায় ২ শতাংশ কিটোকোনাজল শ্যাম্পু গোসলের ৫ মিনিট আগে ফেনা করে সারা শরীরে মেখে ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। পরপর পাঁচ দিন ব্যবহার করুন। তবে বারবার হলে মাসে একবার সারা রাত মেখে পরদিন ধুয়ে ফেলতে হবে। এ ছাড়া সেবন করার ওষুধও ব্যবহূত হয়।
সঠিক চিকিৎসার পরও দুই থেকে ছয় মাস লাগবে ত্বকের রং স্বাভাবিক হতে। কাপড়চোপড় রোদে ভালো করে শুকিয়ে পরবেন। বৃষ্টির দিনে প্রয়োজনে কাপড়ের ভেতরের দিকটা ইস্ত্রি করে পরুন।
ডা. মো. মনিরুজ্জামান খান
চর্ম বিভাগ, বারডেম হাসপাতাল।
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ২৩, ২০১৩
Leave a Reply