প্রশ্ন: চোখের গঠন ট্যারা হলে কোনো সমস্যা হয়?
উত্তর: নানা কারণে চোখ ট্যারা হতে পারে। এর মধ্যে জন্মগত বা বংশগত কারণটিই প্রধান। চোখের পাওয়ার খুব বেশি প্লাস বা মাইনাস থাকলে, কোনো কারণে এক চোখের দৃষ্টি কম থাকলে এমনটি হতে পারে। তবে জন্মগত বা বংশগত ট্যারা দুই চোখেই সাধারণত ছোটবেলায় ভালো দৃষ্টিশক্তি থাকে। কিন্তু এক চোখ ট্যারা থাকার কারণে এতে দৃষ্টির ভালো উন্নতি হয় না। অস্ত্রোপচারের মাধ্যমে চোখ সোজা করে নেওয়া যায়। যত অল্প বয়সে এটি করা যায়, তত দুই চোখের দৃষ্টির উন্নতি ভালো হবে। আট বছর বয়সের আগেই চিকিৎসা না নিলে আশানুরূপ উন্নতি না-ও হতে পারে।
অধ্যাপক ডা. এম নজরুল ইসলাম চক্ষু বিভাগ, বারডেম হাসপাতাল, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ১৮, ২০১৩
Leave a Reply