প্রশ্ন: কুকুর বা অন্য কোনো প্রাণী কামড় দিলে র্যাবিস ভ্যাকসিন কত সময়ের মধ্যে এবং কোথায় দিতে হবে?
উত্তর: পাগলা কুকুর বা অচেনা কুকুর (রাস্তার) কামড়ালে যত দ্রুত সম্ভব টিকা দেওয়া শুরু করতে হবে। মোট পাঁচটি ডোজ (০ দিন, ৩ দিন, ৭ দিন, ১৪ দিন ও সর্বশেষ ২১ দিন) দিতে হবে। এই টিকা বর্তমানে বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়।
ডা. মো. আইয়ুব আলী প্লাস্টিক সার্জারি বিভাগ, নিটোর (পঙ্গু হাসপাতাল)।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ১৯, ২০১৩
Leave a Reply