উত্তর: সুস্থ ও সঠিক ওজনের নবজাতক শিশুকে জন্মের অন্তত তিন দিন পর ঈষদুষ্ণ পানিতে গোসল করানো যায়। শীত ও মেঘলা দিনে আরও দেরি করলেও ক্ষতি নেই। গোসলের আগে ঘরটি যথেষ্ট উষ্ণ রাখুন, পানিতে কোনো জীবাণুনাশক যেমন ডেটল, স্যাভলন ব্যবহার করবেন না, তীব্র ক্ষারযুক্ত সাবানও নয়। গোসলের পর দ্রুত তোয়ালে দিয়ে পেঁচিয়ে পানি মুছে ফেলুন এবং বেশি ঠান্ডা হয়ে যাওয়া থেকে রক্ষা করুন।
অধ্যাপক তাহমীনা বেগম।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২০, ২০১৩
Leave a Reply