উত্তর: একেবারে উচিত নয়। এতে করে শিশুর একটি শর্তাধীন অবস্থা তৈরি হয়। সে টিভি এবং খাওয়ার মধ্যে একটি সম্পর্ক বানিয়ে নেয়। ফলে টিভি ছাড়া সে পরে আর খেতে চায় না। এ ছাড়া টিভি দেখায় ব্যস্ত থাকায় সে খাবারের স্বাদ ঠিকমতো নিতে পারে না। এতে হজমের সমস্যা হয়।
ডা. আহমেদ হেলাল।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ১৩, ২০১৩
Apni kothay paylen j Hosto moython pap noy, Olta palta kotha bolben na ,Manush k vibranto koren keno,
কোন বিজ্ঞানের বইতে পাওয়া যায়নি যে হস্তমৈথুন পাপ বা অপরাধ।
দয়া করে প্রাসঙ্গিক পোস্টে আলোচনা করুন এবং বাংলায় লিখুন।
আমার আক্কেল দাতের শিকর চাপার হারের মধে ঢুকে আছে, ১ জন ডাক্তার দাতের কিছু ভাগ কেটে আনছে, তারপর উনার কাছে জেতে ভয় পাই, ভাল ১জন দাতের ডাক্তার যিনি আক্কেল দাতের অপরাশনে বিশেশজ্ঞ নাম জানতে চাই???
আপনার অবস্থান কোথায়?