উত্তর: শিশুদের দুধ খাওয়ার পর প্রায়ই হিক্কা ওঠে। এতে ভয়ের কিছু নেই। সাধারণত গ্যাস ও তরল একসঙ্গে ওপরে উঠতে চেষ্টা করে বলেই এমন ঘটে। শিশুদের খাওয়ানোর পর সোজা করে ঘাড়ের ওপর নিয়ে পিঠে মৃদু চাপ দিয়ে গ্যাসটি বের করে দিতে হবে। খাওয়ানোর পর সঙ্গে সঙ্গে না শুইয়ে কিছুক্ষণ কোলে বা ঘাড়ে সোজা করে রাখলে অনেক সময় গ্যাস বের হয়ে যায়। পেট খালি হয়ে গেলেই তরল দুধ নিচে নেমে আসবে এবং হিক্কা থেমে যাবে। খাওয়ানোর পর এই নিয়মে শিশুকে নিয়মিত ঢেকুর ওঠানো উচিত।
অধ্যাপক তাহমীনা বেগম।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০৬, ২০১৩
Leave a Reply