সমস্যা: আমার বয়স ২১ বছর। বছরের প্রায় সব সময় নাকের যেকোনো এক ছিদ্র বন্ধ থাকে। বাঁ পাশের ছিদ্র বন্ধ থাকলে ডান পাশেরটা পুরো খোলা থাকে এবং ডান পাশেরটা বন্ধ থাকলে বাঁ পাশেরটা পুরো খোলা থাকে।
যে ছিদ্র যখন বন্ধ থাকে, তখন নাক ঝাড়লেও তেমন কোনো সর্দি বের হয় না।
আমার ঠান্ডা লাগার ও কিছুটা অ্যালার্জির সমস্যা আছে। বেশি ধুলাবালি নাকে গেলে নাক চুলকায় ও হাঁচি হয়। চিকিৎসক দেখিয়েছি কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি। এখন কী করতে পারি?
অমিত বিশ্বাস, দৌলতপুর, খুলনা।
পরামর্শ: মানুষের নাকের ধরনটা এ রকম যে বাম পাশে বাতাস চলাচল বেশি হলে ডান পাশে বাতাস তুলনামূলক কম হয়। এটা স্বাভাবিক ঘটনা। একে নোজ সাইকেল বলে। এ ক্ষেত্রে আপনার সমস্যাটা মানসিকও হতে পারে।
তবে যেহেতু বলেছেন, আপনার অ্যালার্জি ও ঠান্ডার সমস্যা আছে সে কারণে এটি অ্যালার্জি বা ঠান্ডা লাগা থেকেও হতে পারে। চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরও যেহেতু সমস্যা সারেনি, এখন আপনার নাক পরীক্ষা করা জরুরি। নাকের ভেতরের বাঁকা হাড়, পলিপ বা সাইনোসাইটিসে তিন রোগ থেকে এ ধরনের সমস্যা হতে পারে। অস্ত্রোপচার করে এ তিনটি রোগ সারিয়ে তোলা সম্ভব। অ্যালার্জি থেকে হলে যেসব বস্তুর কারণে অ্যালার্জি হয় তা ব্যবহার, খাওয়া বা সংস্পর্শে আসা যাবে না। টাটকা ফলমূল, পানি ইত্যাদি খেতে হবে।
পরামর্শ দিয়েছেন: মো. আবুল হাসনাত জোয়ারদার
অধ্যাপক ও চেয়ারম্যান, নাক-কান ও গলারোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
ai somossa ta ammar o ami tho dr. dekaisi amake dr.operation sugest korca akhon amar prosno ami ki opration korbo
দীর্ঘদিন ধরে সমস্যা হলে ডাক্তারের পরামর্শ মেনে চলা উচিত। আর সাময়িক ভাবে হলে অপারেশন না করলেও চলে।
আমার ও একই সমস্যা। আমি অনেকবার খেয়াল করছি যখন ছিদ্র বন্ধ হয়ে যায় তখন নাকের ভিতরের মাংসপিন্ডটা অনেক ফুলে যায়।আবার কিছুক্ষন পর স্বাভাবিক হয়ে যায়।সবসময় দুটোর একটা বন্ধ থাকে।ডানপাশের টা বন্ধ থাকলে বামপাশের টা খোলা থাকে।বামপাশেরটা বন্ধ থাকলে ডানপাশেরটা খোলা থাকে।এটাকি পলিপাস এর ভিতর পরে?
ডাক্তারি পরীক্ষা না করে বলা যাবে না।
সাময়িক ভাবে হলে কি করতে হবে
গরম পানির ভাপ নিতে পারেন।
আমি দীর্ঘ দিন যাবত নাকের সমস্যায় ভুগতেছি আমার সমস্যা হচ্ছে আমার নাকের যে ছিদ্র টা গলার সাথে সংযুক্ত ঐ খানে সবসময় নাকের ময়লার মত একটা কিছু লেগে থাকে যার ফলে আমি ঢুক গেলার সময় প্রচুর ঝামেলা হয় আমার গলা পরিস্কার করার জন্য দৈনিক আনুমানিক দুইহাজার বার থু থু ফেলতে হয় আনেক ডক্টর দেখাইছি উনারা নাকের স্প্রে আর কিছু মেডিসিন দিয়েই শেষ শুধু বলে নাকের মাংস বাড়ছে এই গুলা খাইল ভাল হইয়া যাইব কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না আমি সাত মাস যাবত এই সমস্যায় ভুগতেছি
এখন আমার আর কি করার আছে প্লিজ আমায় সাহায্য করেন।।
মনে হয় সঠিক ডাক্তার দেখানো হচ্ছে না বা চিকিৎসায় ঠিক মতো আসল সমস্যাটা ধরা পড়ছে না। পরীক্ষা না করে আমরাও সঠিক ভাবে বলতে পারব না। তবে একটা উলটো উপদেশ দিতে পারি–আপনি জোর করে থুথু ফেলবেন না, বরং পানি পান করবেন। আর নিয়মিত পরিশ্রম করবেন–দৌড়ানো বা সাঁতার–যাতে দ্রুত শ্বাস-প্রশ্বাস হয়। কিছুদিন করে দেখতে পারেন ভালো লাগে কিনা।
উপরে যে সমস্যা টা বলা হয়েছে একই সমস্যা আমি খুলনা নাক কান গলা বিভাগে ডাক্তার আর কে নাত এর দেখিয়েছি কিন্তু আমি দিনে ৩ বার জলের বাষ্প নেই তখন ভাল নিঃশ্বাস নিতে পারি ২ নাখ খুলা থাকে কিন্তু ভোরে আমার আবার ১নাক বন্ধ হয়ে যায়। এমন আমার ২ মাস হয়েছে।
আপনার হয়তো রোগপ্রতিরোধ ক্ষমতা কম। সে কারণে এই ধরনের সমস্যা বেশি হচ্ছে। নিয়মিত একটু ব্যায়াম করতে পারেন, এতে শারীরিক ফিটনেস বাড়বে, তখন এই ধরনের ছোটখাটো ব্যাপার কম হবে। বাষ্প নেয়া চালিয়ে যাবেন যতদিন না ঠিক হয়।
Amar boyosh 17 amar naker alargi karone amar protidin sokale hachi hoy ami doctor dekhay tini amake kico medicine o nasal spray den agolo khaoar por balo lage 3 mas por dakhale tini medicine change kore den tini flutica nasal spray den agolo
babhoare balo hoy abar 6 mas por gele tini lomna 10 fastel den ai osod tini porikha diaye lakhen akhon amar oshok beshi hole khai kinto bat dele beshi hoy akon ami ki korbo?