সমস্যা: ইসিজিতে আমার মায়ের (৫৪) হার্টের সমস্যা ধরা পড়েছে। ইকো পরীক্ষায় কিছু ধরা না পড়ায় চিকিৎসক এনজিওগ্রাম করাতে বলছেন। এ অবস্থায় করণীয় কী?
শহীদুল্লাহ
বেগমগঞ্জ, নোয়াখালী
পরামর্শ: ইসিজিতে আপনার মায়ের হার্টের যে সমস্যা ধরা পড়েছে, তাকে বলা হয় Ischemic heart disease। এতে হূদ্যন্ত্রের রক্ত সরবরাহ কমে যায়।
এ অবস্থায় আপনার মায়ের একমাত্র পরীক্ষা এনজিওগ্রাম। এই পরীক্ষায় তাঁর হূৎপিণ্ডের কোন ধমনিতে কতটুকু ব্লক আছে, তা ধরা পড়বে।
সমস্যা: আমার বয়স ৫৯ বছর। কিছুদিন আগে আমি ইসিজি করাই। এতে আমার সামান্য সমস্যা ধরা পড়ে।
এ কারণে চিকিৎসক আমাকে ইটিটি করাতে বলেছেন। কিন্তু পায়ের ব্যথার কারণে পরীক্ষা করাতে পারছি না। এ অবস্থায় আমি কী করতে পারি, তা জানালে কৃতজ্ঞ থাকব।
মোহসিন আহম্মেদ
ভেদেরগঞ্জ, শরীয়তপুর
পরামর্শ: এ বয়সে ইসিজিতে যে ধরনের সমস্যা ধরা পড়ে, তা হলো হূদ্যন্ত্রের রক্ত সরবরাহ কমে যাওয়া। এ অবস্থায় এনজিওগ্রামই একমাত্র নির্ভরযোগ্য পরীক্ষা। সুতরাং, এনজিওগ্রাম করে আপনি পরবর্তী সিদ্ধান্ত নিতে পারেন।
পরামর্শ দিয়েছেন: এ কে এম মুজিবুর রহমান
সহযোগী অধ্যাপক, মেডিসিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১১, ২০১২
আমি বিবাহিত(মেয়ে)।বয়স ২১।আমি এখনো সন্তান নেইনি।বিয়ের বয়স ৩ বছর।বিয়ের পর থেকে আমার পেট আস্তে আস্তে ফুলে যাচ্ছে।এখন একটু বেশিই ফুলে গেছে।এটা কি চর্বির কারনে,না অন্য কোনো কারনে?বুঝতে পারছি না।দয়াকরে জানাবেন।আর পেত ফুলা কমানোর জন্য কি করতে পারি তার একটা সমাধান দিবেন।
পেটে গ্যাস আছে? সেটা থাকলে পেট সাময়িক ভাবে বড় দেখাতে পারে। চর্বি থাকলে সবসময়।
চর্বি কমাতে ব্যায়াম করুন। আর পেট ভরে না খেয়ে অল্প অল্প করে ২/৩ ঘন্টা পর পর খাবেন।
আমার বয়স ১৮..আমার ত্বক সবসময় তৈলাক্ত থাকে..ভাই এমন একটা ক্রিম/ফেস ওয়াস দেন যেটা দিয়ে আমার তৈলাক্ততা দূর করা যায়..আর ভালো একটা শ্যাম্পু দেন যেটা দিলে চুল সুস্থ,সুন্দর ও সবল থাকে..দয়া করে সাহায্য করুন..
Clinique ব্যাণ্ডের অয়েল এবং এলকোহল ফ্রি জিনিস ব্যবহার করতে পারেন। দাম একটু বেশি পড়বে। নিভিয়াও ছেলেদের জন্য এরকম এলকোহল ফ্রি জিনিস তৈরী করছে কয়েক বছর ধরে। সেগুলোও ভালো, দামও তুলনামূলক ভাবে কম।
amr ga khub chul kasse age amon ta hoto na edaning suru hoise amon ki rat a hik moto ghumate o parsi na ,,,,,,, puru sorir via plz ektu bolen ki korbo sedin osud nilam nd khaylam bt kno fedback paylam na osud er name ta holo mebolin
ধূলোবালি থেকে হচ্ছে কিনা দেখুন। জামাকাপড় বিছানাপত্র সব ধুয়ে নিন। পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। এছাড়া কোনো খাবার থেকে এলার্জি হচ্ছে কিনা দেখুন।