বাংলা একাডেমির বইমেলা এখন সরগরম। প্রতিদিনই মেলায় বাড়ছে নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা। এই কদিনে মেলায় নতুন বই আসায় স্বাস্থ্যবিষয়ক বইয়ের সংখ্যাও বেড়েছে। মেলা ঘুরে দেখা গেছে, অনেকে স্টলে স্টলে গিয়ে স্বাস্থ্যবিষয়ক বই খুঁজছেন। আর এসব পাঠকের কথা ভেবে প্রতিবারের মতো এবারও বেশ কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান অমর একুশে গ্রন্থমেলায় নিয়ে এসেছে স্বাস্থ্যবিষয়ক বই।
রূপ প্রকাশনী থেকে বেরিয়েছে অধ্যাপক শুভাগত চৌধুরীর সুস্থ থাকুন ৫। প্রচ্ছদ মাসুক হেলাল।
স্বাস্থ্যবিষয়ক নির্বাচিত কলাম নামের বইটি লিখেছেন অধ্যাপক এ বি এম আবদুল্লাহ। প্রকাশ করেছে অনন্যা। আর বইটির প্রচ্ছদ এঁকেছেন মাসুক হেলাল।
সজল আশফাকের প্রেসক্রিপশন প্রতিদিন ও জরুরী চিকিৎসা নামের বই দুটি পাওয়া যাচ্ছে এবারের বইমেলায়। প্রকাশ করেছে যথাক্রমে অন্যপ্রকাশ ও ইতি প্রকাশনী।
শরীরটাকে সুস্থ রাখুন নামে মিজানুর রহমান কল্লোলের বইটি পাওয়া যাবে ঐতিহ্যে।
ঐতিহ্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে অধ্যাপক মো. শহীদুল্লাহর সুস্বাস্থ্যের জন্য।
শিশুস্বাস্থ্যবিষয়ক বই আনন্দ উজ্জ্বল পরমায়ু অমনোযোগী-ডানপিটে শিশু ও অন্যান্য বইটি লিখেছেন প্রণব কুমার চৌধুরী।
সিদ্ধার্থ মজুমদার
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারি ১৫, ২০১২
Leave a Reply