সমস্যা: আমার মায়ের বয়স ৭০ বছর। হাঁটু ও অন্যান্য সন্ধিতে ব্যথা করে। তবে শীতকালে ব্যথায় প্রায় অচল হয়ে পড়েন। গরম সেঁক, ব্যথার ওষুধ খেলে একটু উপশম হয়, কিন্তু এ সময় তিনি প্রায় চলৎশক্তিহীন থাকেন। এমনটি কেন হয় এবং কীভাবে শীতে একে প্রতিরোধ করা যায়।
নাজমা
পাবনা।
পরামর্শ: আপনার মা সম্ভবত অস্টিওআর্থ্রাইটিসে (বয়সজনিত বাত) ভুগছেন। শীতে সব বাতব্যথাই বেশি অনুভূত হয়। কুসুম গরম পানি দিয়ে গোসল, গরম কাপড় ও হাত-পায়ে মোজা পরাতে পারেন। অস্টিওআর্থ্রাইটিস পুরোপুরি নিরাময়যোগ্য নয়। তবে ওজন বেশি হলে কমিয়ে, হাঁটুর ওপর চাপ পড়ে এমন কাজ থেকে বিরত থেকে এবং নিয়মিত কিছু হাঁটুর ব্যায়াম করে অপেক্ষাকৃত ভালো থাকা সম্ভব। প্রয়োজনে ব্যথার ওষুধ খেতে পারেন। এ ছাড়া তাঁর শরীরে অন্য কোনো বাত আছে কি না, তা দেখার জন্য বিস্তারিত ইতিহাস ও কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে পারলে ভালো হয়।
সমস্যা: আমার বয়স ৪২। কিছুদিন আগে হঠাৎ হাতের বুড়ো আঙুলের সন্ধি ফুলে যায়। চিকিৎসক পরীক্ষা করে বললেন, ইউরিক এসিড বেড়েছে এবং এসলোরিক ট্যাবলেট খেতে দিলেন। শুধু খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে ওষুধ না খেয়ে কি ইউরিক এসিড কমানো সম্ভব? উল্লেখ্য, আমার ইউরিক এসিড ছিল ৮ দশমিক ২ মিলিমোল।
শামসুজ্জামান
নীলক্ষেত, ঢাকা।
পরামর্শ: বর্তমানে ইউরিক এসিড কমানোর জন্য ব্যাপক খাদ্যাভ্যাস পরিবর্তন নির্দেশিত নয়। শুধু লাল মাংস (গরু/খাসি) ও সামুদ্রিক মাছ কম খেতে হবে। তবে প্রথমবার আক্রান্ত হলেই সাধারণত দীর্ঘমেয়াদি এসলোরিক ট্যাবলেট খাওয়ার প্রয়োজন হয় না। অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের ওপরও ওষুধ সেবনের প্রয়োজনীয়তা নির্ভর করে। এ বিষয়ে তাই চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো।
সমস্যা: আমি একটি কম্পিউটার গ্রাফিক্স ফার্মে কাজ করি। সারা দিন কম্পিউটারের সামনে বসতে হয়। রাতে ফেরার পর প্রায় প্রতিদিনই ঘাড়ে ব্যথা ও টন টন করে। ইদানীং এটি বেড়েছে। আমার কী করা উচিত?
জিল্লুর রহমান
উত্তরা, ঢাকা।
পরামর্শ: আপনার অফিসের কম্পিউটার এবং চেয়ারের উচ্চতা ও দূরত্ব এমনভাবে পরিবর্তন করতে হবে যেন কাজ করার সময় ঘাড়ে চাপ কম পড়ে। দীর্ঘ সময় একইভাবে কাজ না করে মাঝেমধ্যে স্বল্প সময়ের জন্য বিরতি নিয়ে ঘাড় ও পিঠের স্ট্রেচিং করবেন। এ ছাড়া নিয়মিত ঘাড়ের ব্যায়াম করলেও উপকার পাবেন।
পরামর্শ দিয়েছেন: রওশন আরা
মেডিসিন ও বাতরোগ বিশেষজ্ঞ, গ্রীন লাইফ সেন্টার ফর রিউম্যাটিক কেয়ার অ্যান্ড রিসার্চ, গ্রীনরোড, ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ০৪, ২০১১
amr protek mase doi tinbar sopno dos hoi ame sopno dos bando korte chi amr age 20 year .ke korle bando hobe and ke osod khaite hobe nam ta bolee khob valo hobe.
যদি একেবারেই সেক্স বা হস্তমৈথুন না করেন, তাহলে স্বপ্নদোষ হওয়াটাই স্বাভাবিক। এটা নিয়ে চিন্তিত হবার কিছু নাই।
Amar boyes 26. Ami onek kicho jani, kinto samoymoto mane karte pari na, keu bole dile mone hoy.mane amar smriti sakti kome jachche.
Ami ei bisoi to niye khub chintito.
Ami ki korbo?
Daya kare bolben.
Thank You.
মন যদি দুশ্চিন্তা বা বাজে চিন্তায় ভরে থাকে তখন স্মৃতিশক্তি কমে যেতে পারে। এছাড়া শারীরিক অনেক কারণ থাকতে পারে। চেষ্টা করুন জীবনটাকে সুন্দর ও সৎ রাখতে।
Meditation korle ki sriti sakti barano jai.
Jaio barano jai, tahale ki vabe karbo…
Dhanyabad
মেডিটেশনে মন ধীর স্থির হয়, মনের চঞ্চলতা কমিয়ে আনা যায়। তখন কোন কাজ করতে গেলে সেই কাজে পূর্ণ মনোযোগ দেয়া যায়। এতে সেই কাজটির প্রতি আগ্রহ জন্মে এবং মনে রাখার ব্যাপারে সুবিধা হয়।
বাংলা লাইফস্টাইলে প্রকাশিত সুস্থ থাকতে মেডিটেশন লেখাটি দেখুন।
amar rate ghum ase na. ami ki korte pari?
দিনে কিছু শারীরিক পরিশ্রম করুন। খেলাধূলা বা ব্যায়াম করুন।