সমস্যা: আমার বয়স ২১ বছর। আমি একজন শিক্ষার্থী। আমার সমস্যা ডান চোখে। প্রায় ছয় মাস ধরে প্রায়ই আমার চোখের এক কোনার একটি শিরা লাল হয়ে যায় এবং আস্তে আস্তে পুরো চোখের কোনার জায়গাটি লাল হয়ে জ্বালা করে। এর জন্য বেশ কয়েকবার চক্ষু চিকিৎসককে দেখিয়েছি। কোনো সুফল পাইনি। তাঁর দেওয়া একটি ড্রপ দিচ্ছি এখনো। এ সমস্যাটি আমাকে ভাবিয়ে তুলছে। পরামর্শ পেলে খুবই উপকৃত হব। উল্লেখ্য, আমি দুই চোখে মাইনাস ০.৭৫ ও ০.৫০।
রিমি
বগুড়া।
পরামর্শ: চোখ লাল হওয়ার জন্য আপনি যে ওষুধটি ব্যবহার করছেন, সেটি একনাগাড়ে বেশি দিন ব্যবহার করা ঠিক নয়।
এতে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। আপনি এখন অকুলোসান আই ড্রপ ব্যবহার করে দেখতে পারেন। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি দিনে চার বার করে তিন সপ্তাহ ব্যবহার করে দেখতে পারেন। তারপর অবস্থার পরিবর্তন না হলে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন।
পরামর্শ দিয়েছেন আভা হোসেন
অধ্যক্ষ
গ্রিন লাইফ মেডিকেলকলেজ, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ০৩, ২০১১
মাইয়াদের দিকে কম তাকাইলেই হয়।।
আমার চুখে জালাপুরা করে . চুখ দিয়া পানি পরে .চুখে চুলকায়. এথেকে কিবাবে মুক্তি পাব জানালে খুব খুশী হব . ধন্যবাদ
ছায়ায় থাকার চেষ্টা করুন। রোদে গেলে ভালো সানগ্লাস ব্যবহার করুন। আর সারাদিনে প্রচুর পানি পান করুন।
অন্তত একবার চোখের ডাক্তার দেখিয়ে চোখের পাওয়ারটা ঠিক আছে কিনা- পরীক্ষা করিয়ে নিবেন।
amar bam chokher monir tik pase 1ta laal spot,jeta hath diye narale nore.ami artificial tears drop use korchi kiso din theke,but kono result pacci na.plzzzz suggest me