সমস্যা: আমার বয়স ২৫ বছর। উচ্চতা সাড়ে ৫ ফুট এবং ওজন ৫৮ কেজি। আমি ধূমপান করি না। অথচ আমার ঠোঁটের রং কালো। ঠোঁট দেখলে মনে হয় আমার ধূমপানের অভ্যাস আছে। এর জন্য বন্ধুমহলে আমাকে লজ্জা পেতে হয়। এখানে উল্লেখ্য, আমার দাঁতের গোড়ার মাংসও দেখতে কালো দেখায়। দাঁতের কোনো সমস্যা নেই বা মুখে কোনো দুর্গন্ধ হয় না। এ অবস্থা থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কি? জানালে উপকৃত হব। আমি এখনো কোনো চিকিৎসকের শরণাপন্ন হইনি।
প্রকাশ, খড়কি, যশোর।
সমাধান: জন্মগতভাবেই ঠোঁটের রং কালো হতে পারে, আবার কখনো কখনো হরমোনের প্রভাবেও ঠোঁট ও মাড়ির রং কালো হয়ে যায়। আবার রঙিন টুথপেস্ট, কমলার খোসার রস কিংবা আমের কষ লেগেও ঠোঁট কালো হতে পারে। এসব কারণে যদি ঠোঁট কালো হয়ে থাকে, তবে এগুলো এড়িয়ে চলুন। দাঁত মাজার সময় ব্যবহার করুন সাদা রঙের পেস্ট। আর হরমোনজনিত কারণে হলে পরীক্ষা করে দেখতে হবে আগে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থাপত্র। তাই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন।
পরামর্শ দিয়েছেন
রাশেদ মোহাম্মদ খান
ত্বকবিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০১, ২০১১
Leave a Reply