সমস্যা: আমার বয়স ২২ বছর। একটি কলেজে পড়াশোনা করছি। আমার সামনের সারির সব দাঁত সোজা হলেও পাশের একটি দাঁত ভেতরের দিকে চাপানো।প্রায়পাঁচ বছর আগে আমি একজন ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম।তিনি আমাকে পরামর্শদিয়েছিলেন, ভেতরের দাঁতটি উঠিয়ে ক্যাপ অথবা স্থায়ী দাঁত লাগাতে। তখন ভেতরের দাঁত উঠিয়ে ক্যাপ অথবা স্থায়ী দাঁত লাগানোর পরামর্শটি আমার পছন্দ হয়নি। তাই ওপরের ফাঁকা জায়গায় আমি ফিলিং করেছিলাম।
এখন আমি দাঁতের ফিলিং ছুটিয়ে স্থায়ীভাবে দাঁত ঠিক করতে চাই। সে ক্ষেত্রে আমি যদি ভেতরের দাঁত উঠিয়ে ক্যাপ অথবা স্থায়ী দাঁত লাগাই তবে কি তা দেখতে অন্যান্য দাঁতের মতো লাগবে? ভেতরের দাঁত ওঠানোর ফলে অন্যান্য দাঁতের কোনো সমস্যা হবে? আর ক্যাপ অথবা স্থায়ী দাঁত কি কোনো নির্দিষ্ট সময় পর খুলে যাবে নাকি সব সময় একই অবস্থায়থাকবে? আমি একটি স্থায়ী সমাধান চাচ্ছি।
উপরক্ত প্রশ্নগুলোর উত্তর ও পরামর্শ দিলে উপকৃত হব। একটি কথা, ক্যাপ অথবা স্থায়ীদাঁত লাগানোর খরচ কত?
চাঁদনী
গুলশান, ঢাকা।
সমাধান: এই সমস্যা সমাধানে আপনি অর্থোডেনটিকস চিকিৎসা নিতে পারে। এই পদ্ধতিতে দাঁত স্বাভাবিক অবস্থানে যেতে একটু সময়লাগবে।দাঁত ফেলে দিয়ে ইমপ্লান্ট করিয়ে নিতে পারেন। এই চিকিৎসা একটু ব্যয়বহুল।
আরেকটা পদ্ধতি আছে, দাঁতটি ছোট করে কেটে ক্যাপ করিয়ে নিন। তাতেও সমস্যার সমাধান হবে। আপনি জানতে চেয়েছিলেন এই কৃত্রিম দাঁতগুলো অন্যান্য দাঁতগুলোর মতো হবে কি না।এ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আপনার দাঁতের রঙের সঙ্গে মিলিয়ে তৈরি হবে এ দাঁত। আর অবশ্যই এ কাজ করতে একজন দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন।
পরামর্শ দিয়েছেন সুলতানা গুলনাহার
অধ্যাপক, দন্ত সংযোজন বিভাগ
ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ০৮, ২০১০
মামুন
সমস্যা: আমার বয়স ২৪ বছর। একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। প্রায় ১৪ বছর আগে সড়ক দূর্ঘটনায় আমার সামনের সারির উপরের পাটির একটি দাঁত অর্ধেক ভেঙে যায়। পরে ৫ বছর পর দাঁতটি পঁচে গেলে একজন দাঁতের ডাক্তারের সাথে দেখা করলে তিনি দাঁতের গোড়াটি তুলেফেলে খোলাযোগ্য একটি দাঁত লাগিয়ে দেন। এখনো এভাবে চলছে।এখন আমি দাঁতের খোলাযোগ্য ছুটিয়ে স্থায়ীভাবে দাঁত ঠিক করতে চাই। সে ক্ষেত্রে অনড় দাঁত বা ব্রিজ বা ইমপ্ল্যান্ট কোনটি আমার জন্য ভালো হবে? আমি ইমপ্ল্যান্ট সিস্টেম করে নিতে চাই। এক্ষেত্রে কত দিন সময় লাগে? কোন সমস্যা হবে কি না? এবং এর উন্নত চিকিৎসা বাংলাদেশের কোথায় আছে ঠিকানা জানাবেন। খরচ কত?
স্থায়ী দাঁত কি কোনো নির্দিষ্ট সময় পর খুলে যাবে নাকি সব সময় একই অবস্থায়থাকবে? আমি একটি স্থায়ী সমাধান চাচ্ছি।
উপরক্ত প্রশ্নগুলোর উত্তর ও পরামর্শ দিলে উপকৃত হব।
Bangla Health
এরকম ব্যাপারে ইমপ্লান্ট করে নেয়াই ভালো। প্রথম দিন ইমপ্লান্ট স্থাপন করা হয়। তারপর এটা হাড়ের সঙ্গে ইন্টিগ্রেশন হওয়ার পর (তিন-চার মাস লাগতে পারে) ইমপ্লান্টের ওপর সিরামিক দিয়ে তৈরি দাঁত স্থাপন করা হয়।
কোন সমস্যা হবে না।
খরচটা আপেক্ষিক। ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে যোগাযোগ করে দেখতে পারেন।
কি করলে আপনার জন্য ভাল হবে, সেটা আগে একজন ভালো দন্ত বিশেষজ্ঞকে দেখিয়ে তারপর ঠিক করুন।
অচেনা পথ
আমি আমার ঠিক সামনের একটি দাঁত cap করেছি …..এই cap কি কখনো খুলে যেতে পারে
উল্লেক্ষ আমি এই cap করা দাঁত দিয়ে কোনো খাবার খাই না ……….
Bangla Health
পার্মানেন্ট ভাবে ক্যাপ পরালে সেটা খুলে যাওয়ার সম্ভাবনা খুব কম। এগুলো দিয়ে স্বাভাবিক দাঁতের মতই কাজ করতে পারেন।
অনিক
আমার মায়ের বয়স ৩৮।তার সব গুলো দাঁত প্রচন্ড ব্যাথা।একটা দাঁত কালো হয়ে গিয়েছিলো পরে দাঁতটি ফেলে দেওয়া হয়, আবার অন্য একটি দাঁত কালো হয়ে গেছে । দাঁত এর সাথে জিহবা ও প্রচুর ব্যাঁথা করে। ডাক্তার এর পরামর্শ অনুযায়ী ইনফ্লম [৪০০] খেয়েছে। এতে সাময়িক ব্যাথা কমে কিন্তু স্থায়ী ভাবে কমছে না। এর জন্য একটি স্থায়ী সমাধান চাই।
Bangla Health
ভিটামিন সি জাতীয় খাবার বেশি বেশি খেতে বলবেন। ঔষধের দোকান থেকে আলাদা ভাবে কিনতেও পাওয়া যায়।
দাঁতের মাড়ি ভালো করে পরীক্ষা করানো দরকার। ভালো কোন দাঁতের ডাক্তার দেখান।
bushra khanam
আমার বয়স ১৮ বছর আমি আমার উপরের দাঁত সুজা করার জন্ন্য সরকারী মেডিকেলএ যাই তারা আমাকে একটা দাঁত ফেলার জন্ন্য বলে এবং আমি দাঁত ফেলে দেই কিন্তু দাঁত সুজা হওয়ার জন্ন্য আমাকে ব্রেসেস দেয়া হয়নি এখন আমি যদি ব্রেসেস এর কথা বলি তারা কি আমাকে ব্রেসেস দিবে না কি প্রাইভেট ডাক্তার দেখানোর জন্ন্য বলবে আর সেটা কি সরকারীভাবে করানো যায় না কি প্রাইভেট এ করাতে হয়???আর করালে সেটার খরচ কতো হবে???
Bangla Health
যথেষ্ট জায়গা না থাকলে বাড়তি দাঁত ফেলে দিয়ে কিছুদিন পরে ব্রেসেস লাগানো হয়। সাধারণত যারা প্রথম থেকেই দাঁতের চিকিৎসা করে তারাই পরে ব্রেসেস লাগানোর দায়িত্ব নেন, কারণ তারাই ভালো জানবে কবে লাগাতে হবে। তবে এটা কিছুটা ব্যয়সাপেক্ষ। যেখানে করলে আপনার সুবিধা হয়, সেখান থেকেই করাতে পারেন।
Mizanur Rahman
ডেন্টাল ইমপ্ল্যান্ট করতে খরচ কেমন হতে পারে ?
Bangla Health
একেক জায়গায় একেক রকম খরচ। আবার ডাক্তারভেদে ভিন্ন ভিন্ন হয়। আমেরিকাতে ধরুন ১ থেকে ৬ হাজার ডলার; আবার বাঙালি ডাক্তাররা ৫০০ ডলার, কেউ আবার ৩০০ ডলারেও করে দেয়ার কথা বলে।
Karim
আমার বয়স ৩০ বছর। ছোটবেলায় পড়ে গিয়ে আমার সামনের দুটো দাতে আঘাত পায়, একটি দাত অর্ধেক ভেঙ্গে গিয়েছিলো এবং ঠিক মাঝখানে একটু ফাকা হয়ে গিয়েছিলো এবং আরেকটি দাত অল্প একটু ঠিক সোজাসোজি ভেঙ্গে গিয়েছিলো। তখন আমি খুব ছোট, কিছুই বুঝতাম না। দাত ভাঙ্গার ৫ বছর পরে, ঠিক ২০০০ সালের দিকে, রুট ক্যানাল করানো হয় এবং দাতে ক্যাপ পড়ানো হয়। এখনো ঐ ক্যাপ আছে। এখন সমস্যা হলো, ক্যাপ এমনভাবে বসিয়েছে যে, দাতের মাঝখানে অনেকখানি ফাকা, আমি জানি না যে, এই এইভাবে দাতের মাঝখানে আরো ফাকা বৃদ্ধি পাবে কিনা। আমার প্রশ্ন হলো, আমি এই ফাকা স্থানটি কোনভাবে পুরন করা যাবে, আর আমি আর্থিকভাবে একটু বেশী অসচ্ছল, এই ফাকা জায়গাটা অনেক খাড়াপ দেখায়, এখন এটার সমাধান কি হতে পারে?