সমস্যা: আমার বয়স ২২ বছর। বিশ্ববিদ্যালয়ে পড়ছি। কয়েক বছর আগে কানে আঘাত পাই এবং কানের পর্দা ফেটে গিয়ে রক্ত পড়ে। কান বন্ধ ভাব হয়। বেশ কয়েকবার ইএনটি চিকিৎসক দেখাই। কিন্তু কানে বন্ধ ভাব কিছুটা রয়ে যায় এবং কানে কম শুনি। এখনো মাঝেমধ্যে ঝিঁঝিঁ করে কানে। কী করলে উপকার পাব?
নাম-ঠিকানা পাওয়া যায়নি।
সমাধান: আঘাত পেয়ে কানে কম শোনার ঘটনা এ দেশে প্রচুর। আতঙ্কিত হওয়ার কিছু নেই। অনেক কারণে কানের পর্দা ফেটে যেতে পারে। এসব আঘাতে কানের পর্দা ফাটার সঙ্গে বহিঃকর্ণের আবরণ ছিঁড়ে যাওয়া। মধ্যকর্ণের অস্থির বন্ধন ছিন্ন হওয়া এবং অন্তঃকর্ণের স্নায়ুকোষের আকার্যকারিতা দেখা দিতে পারে। আঘাতের তীব্রতার ওপর ক্ষতি নির্ভর করে। ফেটে যাওয়া কানের পর্দার আকার বড় হলে বা কানে ইনফেকশন হলে কানের পর্দা নিজ থেকে জোড়া লাগতে চায় না। আঘাতের তিন থেকে ছয় মাসের মধ্যে পর্দা নিজ থেকে জোড়া না লাগলে অপারেশন করে জোড়া লাগানো যায়। এ ক্ষেত্রে শ্রবণশক্তি স্বাভাবিক হয়ে যায়। আপনার কানে এখনো কম শোনা ঝিঁঝিঁ শব্দ থাকায় মনে হচ্ছে কানের পর্দায় ফাটা আছে। অপারেশন করিয়ে নিলে শ্রবণের উন্নতি ও ঝিঁঝিঁ ভাব চলে যাবে আশা করছি।
পরামর্শ দিয়েছেন
আবুল হাসনাত জোয়ারদার
নাক, কান ও গলা বিশেষজ্ঞ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ২৯, ২০১০
amar name akash . ami dhaka cakri kori . amar 2 kane com sunte phi . ke cekersha nebo . jante chi .
কানের ডাক্তার দিয়ে কান পরীক্ষা করান। ক্ষনস্থায়ী সমস্যা হলে ঔষধে সেরে যাবে। কালের ভিতরে কোনো সমস্যা থাকলে অপারেশন করলে ঠিক হয়ে যায়।
আর পার্মানেন্ট সমস্যা হলে হেয়ারিং এইড ব্যবহার করতে হবে।
অামার মেয়ের বয়স ৫ বছর। ওর কানের ভিতড় মোমের মত ময়লা দেখা যায়। ঘুমের মধ্য বার বার কানে হাত দিয়ে চুলকাতে চায়। কি ভাবে পরিষ্কার করবো জানালে উপকৃত হবো।
সাধারণত এসব ময়লা আপনা থেকেই বের হয়ে আসে। তবে যখন চুলকাচ্ছে তখন ডাক্তারের কাছে নিয়ে যাবেন।
Amr nam touhed, amr age 23 year. Ek kane Amr 3 yera dhore kane sho sho sound suni. Kokhono sound kome abar bare. Onek din aage water duke. So now what i do, plz tell me.
কানের ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে নিন।
স্যার, হেয়ারিং এইডও আমার কাজ করে না। ভাঙা ভাঙা শোনা যায়। নতুন হেয়ারং এইড দিয়ে সেরকম শুনি। কি করলে আমি ভালভাবে শুনতে পাবো স্যার অনুগ্রহ করে জানালে খুবই উপকৃত হব।
রেডিমেড-এ কাজ না হলে স্পেশাল ভাবে অর্ডার দিয়ে তৈরী করে নিতে হবে আপনার অবস্থা অনুসারে।
আমার নাম তপন ।দুই বছর আগে কানে আঘাত পাই, এবং ব্যাথা করত।ডাক্তার দেখিয়েছিলাম,সেরে গিয়েছিল।এখন একমাস হল আবার হাল্কা ব্যাথা করছে কিন্তু শোনার কোনো অসুবিধা নেই…..এ অবস্হায় কী করব?
ঠাণ্ডাজনিত কারণে ব্যথা হতে পারে।