সমস্যাঃ আমার বয়স ২১ বছর ১০ মাস। ওজন ৭৩ কেজি, উচ্চতা ১৬৩ সেন্টিমিটার। অবিবাহিত। সমস্যা হচ্ছে, মাসিক একেবারেই অনিয়মিত। ১৯৯৮ সালে প্রথম হয়েছিল। আর এত বছর পর্যন্ত মাত্র সাত-আটবার হয়েছে। কখনো সাত মাস, কখনো দুই বছর, আবার কখনো চার বছর পর একবার করে হতো। কিন্তু তিন-চার দিনের বেশি থাকত না। ছয় মাস আগে শেষবার হয়েছে। মাথার চুল উঠে খুব পাতলা হয়ে যাচ্ছে। ওজনও বেড়ে যাচ্ছে। পুরো মুখে রোম গজাচ্ছে, যা দিন দিন বড় ও ঘন হচ্ছে।
এগুলো দেখতে খুব বাজে দেখায়। অনেক হরমোন বিশেষজ্ঞ দেখিয়েও কোনো আশাপ্রদ ফল পাইনি। হরমোন পরীক্ষা করিয়েছি দু-তিনবার। প্রতিবার প্রায় একই ধরনের রিপোর্ট। সব বিশেষজ্ঞই বলেছেন, ‘সবই প্রায় নরমাল। এতে সমস্যাও নেই।’ তার পরও সমস্য থেকে যাচ্ছে।
একজন বিশেষজ্ঞ বলেছিলেন বিদেশে পরীক্ষা করাতে। কিন্তু সময় হয়ে ওঠেনি।
আর আমি আমার মুখের রোমের জন্য লেজার চিকিৎসা করাতে চেয়েছি। এটা করা কি ঠিক হবে? এটার মাধ্যমে কি আর কখনো রোম গজাবে না? ত্বকের কোনো সমস্যা হবে না তো? আমি খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছি।
বৃষ্টি
চট্টগ্রাম।
পরামর্শঃ আপনার সম্ভবত পলিসিসটিক ওভারি হয়েছে। এটি মেয়েদের হরমোনজনিত একটি রোগ। আপনি যে পরীক্ষাগুলো করিয়েছেন তা আপনার রোগ পুরোপুরি নির্ণয়ের জন্য যথেষ্ট নয়। মাসিকের পঞ্চম দিনে এফএসএইচ, এলএইচ, লোয়ার অ্যাবডোমেনের আলট্রাসনোগ্রাম প্রভৃতি পরীক্ষা করিয়ে নিন। এর রিপোর্ট দেখে নিশ্চিত হতে হবে আপনার ওভারিতে কোনো সিস্ট রয়েছে কি না। তারপর চিকিৎসার পরবর্তী ধাপে যেতে হবে। বয়স ও উচ্চতা অনুযায়ী আপনার শরীরের ওজন বেশি। শরীরের ওজনের সঙ্গে মেয়েদের এ রোগটি সরাসরি সম্পর্কিত। তাই ওজন কমান। শরীরের সঠিক ওজন বজায় রাখুন।
বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করে খাওয়া-দাওয়ার চার্ট বানিয়ে নিন। প্রতিদিন অন্তত আধঘণ্টা এমনভাবে হাঁটুন, যেন শরীর থেকে ঘাম ঝরে। আর লেজার চিকিৎসার ব্যাপারে আপনার হরমোন পরীক্ষার রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে।
সূত্রঃ প্রথম আলো, ফেব্রুয়ারী ২০, ২০০৮
ডা· মো· ফরিদউদ্দিন
Leave a Reply