চুম্বন হল প্রেমের চিহ্ন৷ প্রেমকে প্রকাশ করার একটা মাধ্যম৷ চুম্বনের মধ্যে একটা মিষ্টি ছোঁওয়া আছে৷ যা প্রেমের মাত্রাকে দ্বিগুণ করে দেয়৷ কিন্তু বৈজ্ঞানিকরা বলছেন চুম্বন নাকি মহিলাদের জন্য ভীষণই ক্ষতিকর৷ বৈজ্ঞানিকদের মতে ঠোঁটের মধ্যে মুখ রেখে চুম্বনের মধ্যে দিয়ে যে লালাটা বের হয়, তার মধ্যে দিয়ে মহিলাদের শরীরে পুরুষদের শরীর থেকে সাইটোমেগালোভাইরাস প্রবেশ করে৷
এই ভাইরাস সাধারণত ক্ষতি না করলেও অন্তসত্ত্বা মহিলাদের জন্য তা বিপদ ডেকে নিয়ে আসে৷ ঐ ভাইরাস গর্ভস্থ শিশুর স্বাস্থ্যকে নানা ভাবে প্রভাবিত করে৷ কখনও ঐ ভাইরাসের প্রভাবে গর্ভস্থ শিশুর মৃত্যু পর্যন্ত ঘটে৷ এর ফলে গর্ভস্থ শিশু বধির হয়ে জন্মাতে পারে৷
এমনকি তারা সেলিব্রাল পালসিতেও আক্রান্ত হতে পারে৷ তবে বৈজ্ঞানিকরা জানিয়েছেন যদি ক্রমাগত একই ব্যক্তিকে ছয় মাস কোন মহিলা চুম্বন করেন তাহলে তাদের মধ্যে এই ভাইরাসকে প্রতিরোধ করার ক্ষমতা জন্মে যায়৷ তখন গর্ভস্থ শিশুর উপর তা কোন ভাবেই প্রভাব ফেলতে পারে না৷
সূত্রঃ ওয়েবদুনিয়া, ১ নভেম্বর ২০০৯
আসলে এই ব্যাপারটি আগে আমি LTSblog4.blogspot .com পড়েছি। কিন্তু এখন আমি ব্যাপারটি আরো পরিস্কার হয়ে গেলাম। বাংলা স্বাস্থ্য বিষয়ক এই সাইটি আসলে আমার প্রিয়।
চুম্বনে মাল আউট হয়
হওয়া উচিত নয়। মনে মনে সেক্স করার কোনো মানে হয় না।
আমরা দুজনে প্রেম কথা বলতে বলতে কিচ করি আমরা বেশীর ভাগ কিচ করতে পছন্দ করি তো এতে কি কোন সমেস্যা হবে তা একটু জানাবেন কি ত্
না, সমস্যা নেই। তবে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর রাখবেন।
আমি আমার প্রেমিকাকে লিপ kiss করি আবার ও আমাকে করে …কিন্তু ও একদিন বলে যে এটি নাকি পাপ,গুনাহের কাজ l কিন্তু ভালবাসার একটু বহিপ্রকাশ আসলে কি রকম ..?আর প্রেমিকা বা প্রেমিককে
লিপ kiss করা কি আসলেই অন্যায় বা পাপ কিছু…………..?দয়া করে জানাবেন ….
sir আপনি এত late করেন কেন উত্তর দিতে জানিনা….plz তারাতারি জানবেন ………
না, দুজনের সম্মতিক্রমে হলে কোন পাপ বা অন্যায় কিছু নয়। তবে দুজনেই প্রাপ্তবয়স্ক না হলে এসব করা ঠিক নয়, অপরাধ।
প্রচুর মন্তব্য জমা হয়ে যায়, তাই একটু দেরী হয় উত্তর দিতে। এজন্য দুঃখিত।
Sir amar age 17 jodi everyday sex er moja o po voge korar jonno hosto mothon kore tahole ke khoti hote pare
প্রতিদিন করা ঠিক হবে না। সপ্তাহে বড় জোর একবার করবেন। বেশি করতে যাবেন না। এই বয়সে নিজেকে কন্ট্রোল করলেই উপকার পাবেন পরে।
মেয়েদের দুধ ছোট করার কোন crime আছে কি
না, দৌড়িয়ে বা ব্যায়াম করে ফ্যাট কমাতে হবে।
আমরা দুজন আজ প্রায় ….এক বছর হতে চলছে প্রেম করি l
আমরা প্রায়ই দুজনে লিপ কিস করতাম ….বলতে পারেন প্রতিদিনই l তবে দু একদিন পর পর আমার ঠোটের ভিতর ওর ঠোট নিয়ে কিস করতাম ….এখনো মাঝে মাঝে করি ..l
এতে আমার মুখের লালা ….ওর মুখে ,ওর মুখের লালা আমার মুখে প্রবেশ করে …বা করেছে…
এখন আমাদের কি কোনো সমস্যা হতে পারে …?আর এটা আমরা করছি আজ এক বছর ধরে ..
plz sir দ্রত জানান ………
সমস্যা হবে না যদি না দুজনের কারো কোন প্রকার রোগ থেকে থাকে। মুখে দুর্গন্ধ বা কাটা-ছেড়া থাকলে আগে সেটা ঠিক করবেন।
sir, Amar boyos 30 bosor, ami proti ek din por ekdin hostomuithun kori, onek chesta koreo eta komate parsi na, er fole amar lingo er aga mota o gora chikon hoye gese, lingo choto hoye gese, uttejito obosthay amar 2.5″-3″ porjonto hoy, sex o khub beshi na, uk te thaki, tai ei khola mela poribeshe nijike tikiye rakhte hole hostomoithun chara onno kisu vabteo parsi na, sex power ta porikkha korar jonno ek ta potita er sathe sex korte jeye dekhlam lingo ta khub beshi shokto hosse na, amar ondokosh dutio boro, next year deshe jabo, deshe gele e beye korte hobe, khub tension e asi, plz sir amake ki ektu pescribe korbe?
ব্যায়াম করুন নিয়মিত।
আর বিয়ের আগে অবশ্যই পাত্রী এবং পাত্রীপক্ষের সাথে লিঙ্গের সাইজ নিয়ে কথা বলে নেবেন। নইলে বিয়ের পর বড় ঝামেলা হতে পারে।
Ami onek kiss kori tateki kunu shomosha hobe?
না।
আমি এর আগে আমি, আমার gf কে নিয়ে যে লিপ কিস এর কথা বলেছিলাম …..
সে প্রসংগে বলছি …
ও রকম কিস করলে কি মেয়েদের মাসিক এর কোনো প্রবলেম হতে পারে …আমার gf এর মাসিক অনিয়মিত হচ্ছে …গত কয়েক মাস ধরে …
আজ একটু ..তো কাল একটু …আবার দুদিন পরে কয়েক ফোটা …এভাবে l
ওর :
বয়স : ১৬
উচ্চতা : ৫.৪
ওজন : ৬৪ কেজি …
plz sir আমাকে জানান ………….
চুম্বনের সাথে মাসিকের সম্পর্ক নাই।
মেয়েদের দুধ বড় করার কোন ক্রীম আছে কী?
ক্রিমে আসলেই কাজ হয় কীনা- তার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায় না। এমনিতে নিয়মিত ম্যাসাজ করলে বড় হতে পারে।
আমার বয়স ১৬ .আমি ৩ বার আমার girl friend এর সাথে sex korechi.আমি মাঝে মাঝে handling করে আমার বীরয তেগ করি.এখন আমি kisu problem face করছি .হালকা উততেজিত হলে ekhon amar panis দিয়ে সাদা পানির মত বের হয়.sir এটা কি আমার কোনো রোগ.sir এখন আমি ei bapare besh chintito…amar solution কি?taratari bolle khushi hobo.
এটা রোগ নয়। উত্তেজনার সময় এটা বের হয়, এটা জননাঙ্গ পিচ্ছিল করার জন্য ব্যবহৃত হয়।
আমার বয়স ১৬ .আমি ৩ বার আমার girl friend এর সাথে sex korechi.আমি মাঝে মাঝে handling করে আমার বীরয তেগ করি.এখন আমি kisu problem face করছি .হালকা উততেজিত হলে ekhon amar panis দিয়ে সাদা পানির মত বের হয়.AMAR mone hoy ami durbol hoye ghesi.sir এটা কি আমার কোনো রোগ.sir এখন আমি ei bapare besh chintito…amar solution কি?taratari bolle khushi hobo.
সেক্স নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা ঠিক না। এটা আমাদের দৈনন্দিন জীবনের আর সব ব্যাপারের মতই একটা সাধারণ ব্যাপার। আপনার বয়স কম। এখন শরীর বাড়বে। এমন কিছু করা ঠিক হবে না যাতে এই বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খাওয়া-দাওয়া আর ঘুম ঠিক রাখেন। নিয়মিত খেলাধূলা করেন।
sir,
amar age 26/27, married , aghe onek hostomoithun kortam, fole akon bou er sate sex korte gale 1min er besi pari na. kub somosai asi.doya kore janaben ki tretment korale 5/7 min sex korte parbo.
জানিনা আপনার শরীর স্বাস্থ্য কেমন। আগে শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে সেই চেষ্টা করুন। এতে আত্মবিশ্বাস বাড়বে। তখন “আমি পারব”- এরকম একটা মনোভাব তৈরী হবে। এরপর ভয় আর দুশ্চিন্তামুক্ত হয়ে সেক্স করতে পারবেন, তাতে সময় বাড়বে।
সেঙ্ক না করলে কি problem হয়?
সেক্স একটা স্বাভাবিক চাহিদা। পরিমিত সেক্স স্বাস্থ্যের জন্য ভালো।
আমার বয়স ১৮ ।আমি ৭-৮ বার কিস করেছি ।কিন্তু প্রতিবারই প্রচুর উত্তেজিত হয়ে যাই আর কামরসে প্যান্ট ভিজে যায় ।জড়িয়ে ধরলেও এমন হয় ।এ থেকে প্রতিকারের কোন উপায় আছে কি?প্লিজ প্লিজ জানাবেন ।কৃতজ্ঞ থাকব
মন থেকে কামভাব দূর করুন। সেক্স পর্যন্ত না যেতে পারলে কিস এবং জড়িয়ে ধরার সময় মন শান্ত রাখুন। হালকা ভাবে নিন।
আমার বয়স ১৮ ।আমি অনেক চেষ্টা করেছি মন থেকে কামভাব দূর করার জন্য ।কিন্তু পর্নছবি দেখলে কামরস আসবেই মন অনেক শক্ত রাখলেও ।কি করতে পারি প্লিজ জানাবেন ।
সেক্স ফ্যান্টাসি কম করবেন। কেজেল ব্যায়াম করবেন।
DR
apnar ai site a akhon akta cmmnts korle answer pete pray 4 5 mash lege jay.. age to 2 3 diner modde diye diten..akhon ato deri kn?
রোজার সময় সময় কম দেয়াতে অনেক কমেন্ট জমে গেছে। এক এক করে উত্তর দেয়া হচ্ছে। দুঃখিত এজন্য।
Sir, ami jake just lip kiss korbo se jodi AIDS rogi hoy tobe ki amio ai rog a akranto hobo???? please answer me…
না, এভাবে এইডস ছড়ায় না।
আমার প্রচুর কামরস বেরোয়
এটা সমস্যা নয়।
আমার লিঙ্গ আকারে অনেক ছোট কি করলে আমার লিঙ্গ বড় হবে বলবেন কি?
ধন্যবাদ
লিঙ্গ বড় করার কোন উপায় এখনো বের হয় নাই।
ime daliy handalling kore .handalling komanor kono upai a6a ki????????????
plz ans tara tare janaben.good night
ব্যায়াম করুন। ভালো কাজে নিয়োজিত থাকুন। একা না থেকে সবার সাথে সময় কাটান।
আমার gf এর বয়স ২০ । তার মাসিক হয়েছে গত 02-09-2012 তারিখে । এরপর আমরা 06-09-2012 তারিখে কোন প্রোটেকশান ছাড়া সেক্স করি এবং বীর্যপাত ওর যোনীতে করি ।সেক্সের ৫-৬ ঘন্টার মধো ওকে i-pill খাওয়ানো হয়, এর কয়েকদিন পর মাসিকের মত অল্প রক্ত বের হয় । যদিও 06 তারিখের আগেই ওর মাসিকের রক্ত আসা বন্ধ হয়ে যায় । এখনও ওর মাসিক হয়নি । এতে আমরা খুবই চিন্তিত এবং আমদের পড়াশুনার খুব সমসা হচ্ছে ।
ওর কি pregnant হওয়ার কোন সম্ভবনা আছে? Sir,
দয়া করে একটু তাড়াতাড়ি জানাবেন, প্লিজ…..plz….plz…
প্রেগন্যান্ট হওয়ার সম্বাবনা খুবই কম। চিন্তা করলে মাসিকের আরো সমস্যা হবে। এমনিতেই মাসিক মাঝে মাঝে কিছুদিন আগে-পরে হতে পারে। তাই অযথা চিন্তা না করাই ভালো। এর পর থেকে অবশ্যই প্রোটেকশন ব্যবহার করবেন।
Sir
Amar Age 17 Bocor.Ami Protidin Handling Kori & Ata Pray 4 Bocor Dhore Korci. Ami Onek Chesta Koreo Ata Komate Parini. So, Ami Khub Chinteto Future A Amar Sex Power Kmn Hobe Ta Vebe. Apni Plz Sollution Din Kivabe Handling Komano Jai. Ami Apner Kace Chiro Kritoggo Thakbo Sir.