বইমেলায় ডা. অরূপ রতন চৌধুরী’র বাংলাদেশের মাদক ও তামাক বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব মানস (মাদক ও নেশা নিরোধ সংস্থা) এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, বিশিষ্ট দন- চিকিৎসক, বারডেম এর দন- বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরীর নতুন বই ‘মাদকাসক্তি ও এইডস’ বেরিয়েছে। প্রায় দু’শতাধিক পৃষ্ঠার এ বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী।
বইয়ের বিষয়বস্তু প্রসঙ্গে অধ্যাপক অরূপ রতন চৌধুরী বলেন, বাংলাদেশে মাদকাশক্তির অবস্থা অত্যন- ভয়াবহ। সরকারী-বেসরকারী পর্যায়ের জরিপে মাদকাশক্তির যে চিত্র তুলে ধরা হয়, প্রকৃত অবস্থা তার চেয়েও ভয়াবহ। আমি মূলত এ বিষয়টিই বইটিতে তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়া মাদকাসক্তি কিভাবে মরণঘাতি এইডস-এর ঝুঁকি বৃদ্ধি করছে, সে বিষয়েও আলোকপাত করা হয়েছে। মাদকাশক্তি নিয়ন্ত্রণে কি করা দরকার, এ বিষয়ে আমার কিছু সুপারিশও বইটিতে তুলে ধরা হয়েছে।
ইতোপূর্বে মুখ ও দাঁতের রোগ ও প্রতিকার, মাদক ও মাদকাসক্তি, ধূমপান ও তামাকের ক্ষয়ক্ষতিসহ ১০টি গ্রন্থ রচনা করেছেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ফেব্রুয়ারী ০৬, ২০১০
Leave a Reply