সমস্যা: আমার বয়স ২৬ বছর। আমার সমস্যা হলো, গলায় ইনফেকশন। গলা সব সময় ব্যথা করে। একজন বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শে থ্রোট কালচার করাই দুবার।
একবার সমস্যা ধরা পড়ে, আর একবার স্বাভাবিক রিপোর্ট আসে। চিকিত্সক বলেন, টনসিলে ইনফেকশন আছে, তাই টনসিল অপারেশন করতে হবে। অনেক অ্যান্টিবায়োটিক খেয়েছি এবং হালকা গরম লবণপানি দিয়ে গড়গড়া করেছি। কিন্তু রোগ পুরোপুরি সারেনি। এখনো গলা ব্যথা করে ও টনসিলে গর্তের মতো মনে হয়। ঠান্ডা বা শক্ত কিছু খেতে পারি না। দিনে দিনে শরীরের ওজন কমে যাচ্ছে। তাই জানতে চাইছি, কী করলে আমি ভালো হব। আমার এই সমস্যাটা দুই বছর ধরে। এ অবস্থায় আমাকে পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকব।
রাসেল, রাজশাহী।
পরামর্শ: সম্ভবত আপনার টনসিলে দীর্ঘমেয়াদি প্রদাহ আছে। এ জন্য টনসিল অপারেশন করতে হবে। টনসিলের প্রদাহের জন্য অনেক রকম জটিলতা হতে পারে। যেমন, টনসিলের আশপাশে পুঁজ জমতে পারে, বাতজ্বর ও কিডনির ইনফেকশনও হতে পারে।
ক্রনিক টনসিলাইটিস বা দীর্ঘমেয়াদি টনসিলের প্রদাহের মতো কারণে টনসিল অপারেশন করলে রোগীর জন্য তা ভালো হয়। অন্যদিকে গলায় অ্যালার্জি, সাইনাসের প্রদাহ, রক্তশূন্যতা ইত্যাদি রোগে গলায় ব্যথার ভাব বা কষ্ট হয়—সেসব ক্ষেত্রেও দু-এক সময় টনসিল অপারেশন করতে দেখা যায়, যা সঠিক নয়। আপনি একজন নাক, কান ও গলারোগ বিশেষজ্ঞের কাছে পুনরায় গলা পরীক্ষা করিয়ে টনসিল অপারেশন করাতে পারেন।
পরামর্শ দিয়েছেন
আবুল হাসনাত জোয়ারদার
অধ্যাপক, নাক, কান ও গলা বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ২৭, ২০১০
Leave a Reply