শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ নজর রাখুন।
ঠান্ডা থেকে বাঁচার জন্যকয়েক স্তরের জামা-কাপড় পরিধান করুন।
ত্বকের শুষ্কতা রোধেহালকা-গরম পানিতে গ্লিসারিন মিশিয়েগায়েমাখুন।
পর্যাপ্ত পানি পান করুন। সম্ভব হলে হালকা গরম পানি।
খেয়ালরাখবেন, বেশি গরম কাপড় পরিয়ে শিশু যেন ঘর্মাক্ত হয়েনা যায়। এতে শিশুর ঠান্ডা লেগে যেতে পারে।
গরম পানি ব্যবহারের সময়সতর্কথাকুন।
ঠান্ডা, বাসি খাবার পরিহার করে টাটকা গরম খাবার খান।
সাধারণসর্দি-ঠান্ডায় গরম পানিতে ম্যানথল মিশিয়ে নাক দিয়েবাষ্প টানুন।
চিকিত্সকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ খাবেন না।
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ২০, ২০১০
Leave a Reply