শারীরিক মিলনের ফলে পুরুষদের হৃদরোগের সম্ভাবনা কমে৷ সম্প্রতি একটি গবেষণাতে এই বিষয়টি প্রমানিত হয়েছে৷ যে সব পুরুষরা নিয়মিত ভাবে সহবাস করেন তাদের হৃদরোগ হওয়ার মাত্রা অর্ধেক শতাংশ কমে যায়৷
ম্যাসাচুটেসের নিউ ইংল্যান্ড ইনস্টিটিউটের বৈজ্ঞানিকরা এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন৷ তারা 40 থেকে 70 বছরের পুরুষদের নিয়ে দীর্ঘ 16 বছর ধরে এই গবেষণা চালিয়েছেন৷
বৈজ্ঞানিকরা তাদের গবেষণাতে যে টা পেয়েছেন তা হল যে সব পুরুষরা নিয়মিত সহবাস করেছেন তারা অন্য পুরুষদের তুলনায় তারা বেশী সুস্থ ছিলেন৷
বৈজ্ঞানিকদের মতে সপ্তাহে দুই বার বা তিন বার সহবাস করলে পুরুষদের হৃদরোগের সম্ভাবনা 45% কমে যায়৷ অপরদিকে যারা সপ্তাহে এক বার বা এর চেয়ে কম পরিমাণে সহবাস করেন তাদের হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়৷
সূত্রঃ ওয়েবদুনিয়া.কম
Bangla Health
লাবীব
ডিসেম্বর ৩, ২০১১ – ৩:২৩ pm
আমার বয়স ২৭ ও আমার স্ত্রীর বয়স ২৩। আমরা ২ বছর হয়েছে বিয়ে করেছি। আমার জননাঙ্গ ৪.৬ ইঞ্চি। আমরা দাম্পত্যজীবনে সুখি। ২ বছর ধরে আমরা ওর পিরিয়ড বাদে সাধারনত প্রতিদিনই ২/১ বার সেক্স করি। এটা কি স্বাভাবিক? প্রতিদিনই সেক্স করলে কি স্বাস্থ্যহানীর সম্ভাবনা থাকে? প্রতিদিন ২/১ বার সেক্স করলেও এখন পর্যন্ত আমরা কোন সমস্যার সম্মুখীন হইনি। উত্তর পেলে উপকৃত হবো।
বিভিষিকা
ভাই, সাধারনত কিছু না হবার কথা।
labeeb
আমার বয়স ২৭ ও আমার স্ত্রীর বয়স ২৩। আমরা ২ বছর হয়েছে বিয়ে করেছি। আমার জননাঙ্গ ৪.৬ ইঞ্চি। আমরা দাম্পত্যজীবনে সুখি। ২ বছর ধরে আমরা ওর পিরিয়ড বাদে সাধারনত প্রতিদিনই ২/১ বার সেক্স করি। এটা কি স্বাভাবিক? প্রতিদিনই সেক্স করলে কি স্বাস্থ্যহানীর সম্ভাবনা থাকে? প্রতিদিন ২/১ বার সেক্স করলেও এখন পর্যন্ত আমরা কোন সমস্যার সম্মুখীন হইনি। উত্তর পেলে উপকৃত হবো।
Bangla Health
সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে যারা বেশী সেক্স করেন তাদের স্বাস্থ্য এবং মন বেশী ভালো থাকে। আবার ব্যাপারটা একটু উলটা ভাবে দেখেন- যাদের স্বাস্থ্য ভালো তারাই বেশী সেক্স করে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। উন্নত বিশ্বের দিকে তাকালে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। তারা কেন আমাদের চেয়ে বেশী সেক্স করতে পারে, এত সেক্স করার পরেও তাদের শরীর কিভাবে এত ভালো থাকে- এসব প্রশ্ন করলে প্রথমেই উত্তরটা আসে যে তাদের স্বাস্থ্য ভালো।
আপনারা সেক্স এনজয় করছে- এটা খুবই ভালো কথা। দাম্পত্যজীবনে সুখি হওয়ার পিছনে এর ভূমিকা অনেক। এখন এটা করতে গেলে বাড়তি কিছু এনার্জী খরচ হয়। বাড়তি খেয়ে সেটা আবার পূরণ করেও নিতে হয়। সেই সাথে ব্যায়াম করে শরীর ঠিক রাখতে হয়। আপনাদের এই সব প্রক্রিয়াগুলো যদি সঠিক ভাবে চলে তাহলে স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকবে না।
আর হ্যাঁ, ভালো প্রটেকশন ব্যবহার করে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে পিরিয়ডের সময়ও সেক্স করতে কোনো বাঁধা নেই।