সমস্যা: আমার বয়স ২৬ বছর। মাস্টার্স শেষ করে সদ্য চাকরিতে ঢুকেছি। আমার সমস্যা হলো প্রায় তিন বছর আগে থেকে আমার হাত ও পায়ের গিরার মধ্যে ব্যথা করত। যন্ত্রণার পরিমাণ কম থাকায় কোনো চিকিত্সা করাইনি। কিন্তু সে ব্যথা বেশি হওয়ায় প্রায় তিন মাস আগে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করি। তিনি আমাকে বেশ কিছু ওষুধ সেবনের পরামর্শ দেন।
ওষুধগুলো আমি নিয়মিত এক মাস খেয়েছি। ওষুধ খেলে ব্যথা কম থাকে। কিন্তু বন্ধ করলেই আবার বাড়ে। এখন ব্যথাটি আমার হাত ও পায়ের প্রতিটি আঙুলের গিরা ও মাংসপেশিতে শুরু হয়েছে।
উল্লেখ্য, আমার বাবা-মা দুজনেরই বাতের ব্যথা আছে। এখন আমি কী করতে পারি।
শাহ আলম
সাভার, ঢাকা
পরামর্শ: বাতরোগের লক্ষণগুলো প্রায় একই ধরনের। সাধারণত রোগীর কাছে তার কোনো রকম ভিন্নতা ধরা পড়ে না।
তাই এ ধরনের সমস্যার শুরুতেই বাতরোগ চিকিত্সকের তত্ত্বাবধানে থেকে নিয়মিত চিকিত্সা নেওয়া উচিত।
চিঠিতে আপনি যে ওষুধের কথা উল্লেখ করেছেন সেগুলো খেলে ব্যথা বা ফোলা কমবে ঠিকই, তবে পরিপূর্ণ চিকিত্সার জন্য অবশ্যই রোগের ধরন নির্ণয় হবে। চিঠিতে উল্লেখ করা উপসর্গগুলো এক প্রকার বাতরোগের মতোই, যেটি নিশ্চিত হতে হলে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন।
ওষুধ খাওয়ার পাশাপাশি আপনাকে ফিটনেস ব্যায়াম, শরীরের ওজন নিয়ন্ত্রণ, চলাফেরা, খাদ্যাভ্যাসে পরিমিত হতে হবে। আপনি বাতরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করে চিকিত্সা নিন।
পরামর্শ দিয়েছেন
এ কে এম সালেক
ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ২৫, ২০০৯
Leave a Reply