সমস্যাঃ আমার বয়স ১৮ বছর; কলেজে পড়ি। পাঁচ বছর ধরে প্রতিবছরই শীতকালে আমার কাশি, শ্বাসকষ্ট হয়। বুকে চাপ লাগে এবং বুকে বাঁশির মতো শব্দ হয়। কখনো কখনো নাক চুলকায়, নাক দিয়ে পানি পড়ে। এ সমস্যার জন্য আমি ঘুমাতে পারি না; রাতে বসে থাকতে হয়। এ কষ্টের জন্য আমি নিজে নিজেই মাঝেমধ্যে ওষুধ কিনে খেয়েছি। ওষুধ খেলে সাময়িকভাবে শ্বাসকষ্ট ও কাশি কমে, কিন্তু কয়েক দিন পর আবার শুরু হয়। এও লক্ষ করেছি, গোসলের পর আমার চোখ লাল হয়ে যায়; চোখ চুলকায় আর গায়ে লাল দাগ হয়। এগুলো আবার কয়েক ঘণ্টার মধ্যেই চলে যায়। আমার ভয় হচ্ছে, কোনো ধরনের অসুখ হলো কি না! কী করলে এ শারীরিক সমস্যা কাটিয়ে উঠতে পারব?
নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
পরামর্শঃ আপনার সম্ভবত হাঁপানি বা অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস হয়েছে। এটা শ্বাসনালির প্রদাহজনিত একটি রোগ। এ প্রদাহের কারণে শ্বাসনালি অতিমাত্রায় সংবেদনশীল হয়ে যায়, ফলে কোনো উত্তেজক বা অ্যালার্জেন বাতাসের সঙ্গে শ্বাসনালিতে প্রবেশ করলে শ্বাসনালি সংকুচিত হয়ে যায়। আর এতেই শ্বাসকষ্ট, কাশি ও বুকে বাঁশির মতো আওয়াজ হয়।
এ রোগটি সঠিকভাবে নির্ণয় করার জন্য আপনি কমপ্লিট ব্লাড কাউন্ট (টিসি, ডিসি, ইএসআর), স্পিউটাম ফর ইয়োসিনোফিল কাউন্ট, এক্স-রে চেস্ট পিএভিউ এবং লাং’স ফাংশন টেস্ট বা স্পাইরোমেট্রি করাতে পারেন।
আপনার সমস্যার উপসর্গগুলো কমানোর জন্য প্রয়োজন অনুযায়ী সালবিউটামল ইনহেলার, যেমন-ভেনটোলিন এভোহেলার, সালটলিন ইনহেলার বা অ্যাজমাসল এইচএফএ ইনহেলার এবং শ্বাসনালির প্রদাহ কমানোর জন্য নিয়মিত অবিরামভাবে স্টেরয়েড ইনহেলার, যেমন-সেরেটাইট, বেকলোমিন, ডিকোমিট বা অ্যারোটাইট ব্যবহার করতে পারেন।
এ ছাড়া আপনি থিউফাইলিন ও মনটিলুকাস্ট ট্যাবলেট খেতে পারেন। আপনার নাকের সমস্যার জন্য লরাটাডিন, কিটোটিফেন ট্যাবলেট খেতে পারেন এবং নাকে স্টেরয়েডযুক্ত স্প্রে ব্যবহার করতে পাবেন। এ ছাড়া খেয়াল রাখবেন, কী করলে বা কী দিয়ে আপনার এ সমস্যাগুলো শুরু হয়। সে ক্ষেত্রে আপনি তা চিহ্নিত করে এড়িয়ে চলবেন।
আপনার পরীক্ষাগুলো এবং ওষুধের সঠিক মাত্রা একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে করাবেন।
সূত্রঃ দৈনিক প্রথম আলো,
পরামর্শ দিয়েছেনঃ ডা· মো· দেলোয়ার হোসেন
মুনিম
আমার ৩ মাশ হল কাশি তে ভুগতেসি ।আমার কি হইসে বুঝতে পারতেসি না।আমার শাসকস্ত হই না।আমাকে এক্তু পরামরশ দিবেন
Bangla Health
ঠাণ্ডার ধাত থাকলে এমন হতে পারে অনিয়মিত ভাবে। তবে টানা হলে ডাক্তার দেখাবেন।
md. monjur hosson
Amar babyr 2 mas 12 den kus kusani kasi buky kof acy
Bangla Health
ডাক্তার দেখাবেন।