শ্যান*ক্রয়েড হলো একটি যৌ*বাহিত সংক্রমণ। এর বৈশিষ্ট্য হলো যৌ*াঙ্গে যন্ত্রণাদায়ক ঘা। যৌ* সংসর্গের মাধ্যমে শ্যান*ক্রয়েড একজন থেকে আরেকজনে ছড়ায়।
কারণ শ্যান*ক্রয়েড একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। এ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম ‘হিমোফাইলাস ডুকরে।’ রোগটি সাধারণত উন্নয়নশীল দেশগুলোতে বেশি দেখা যায়। এটার সাথে বাণিজ্যিক যৌ*কর্মী ও তাদের খদ্দেরদের সম্পর্ক রয়েছে। পশ্চিমা দেশগুলোতে সংক্রমণের হার কম। বেশির ভাগ ক্ষেত্রে দেখা গেছে যাদের শ্যান*ক্রয়েড হয়েছে তারা ইতঃপূর্বে কোকেন ব্যবহার করেছেন এবং প*তি*তালয়ে গেছেন। খৎনা করানো পুরুষদের চেয়ে খৎনা না করানো পুরুষদের শ্যান*ক্রয়েড আক্রান্ত হওয়ার ঝুঁকি তিনগুণ বেশি। শ্যান*ক্রয়েডের রোগীদের এইডস হওয়ার ঝুঁকি থাকে।
উপসর্গ জীবাণু শরীরে প্রবেশ করার একদিন থেকে দু’সপ্তাহ পর ছোট গোটা দেখা দেয়। একদিনের মধ্যে এটা ঘায়ে পরিণত হয়। ঘা বা ক্ষতের বৈশিষ্ট্য হচ্ছে:
আকার ৩ থেকে ৫০ মি.মি. (১/৮ ইঞ্চি থেকে দু’ইঞ্চি) হয়, ব্যথা পূর্ণ হয়। ক্ষতের কিনারাগুলো তীক্ষ্ণ এবং নিচের দিকে ডাবানো হয়। কিনারাগুলো অনিয়মিত বা এবড়ো থেবড়ো হয়। গোড়া ধূসর কিংবা হলুদাভ ধূসর পদার্থ দিয়ে আবৃত থাকে। আঘাত লাগলে কিংবা পর্দা তুলে ফেললে গোড়া থেকে সহজেই রক্তপাত হয়।
সংক্রমিত প্রায় অর্ধেক পুরুষের কেবল একটি একক ঘা থাকে। মহিলাদের ক্ষেত্রে চারটি বা তার বেশি ঘা দেখা যায়, সেই সাথে অল্প কিছু উপসর্গ থাকে। ঘাগুলো নির্দিষ্ট জায়গাতে হয় যেমন পুরুষের খৎনা না করানো লি*ঙ্গমুণ্ডুর করোনাল সালকাসে কিংবা মহিলাদের জননাঙ্গর ক্ষুদ্র ওষ্ঠে। পুরুষের সাধারণ স্থানগুলো লি*ঙ্গের মাথার ত্বক (এখানে সবচেয়ে বেশি হয়)
লি*ঙ্গের মাথার পেছনে কাটা খাঁজ (করোনাল সালকাস) লি*ঙ্গের শরীর লি*ঙ্গের মাথা (লিদ্র (মূত্রনালির মাথা) অন্ডথলি (এখাঙ্গেমুণ্ডু) লি*ঙ্গের মাথার পিছন সবচেয়ে কম হয়। মহিলাদের সাধারণ স্থানগুলো মহিলাদের ঘা সবচেয়ে বেশি হয় ল্যারিয়া মেঝোরাতে। অন্যান্য স্থানের মধ্যে রয়েছে ল্যারিয়া মাইনোরা, পা*য়ু এলাকা ও উরুর ভেতরের দিক। মহিলাদের ক্ষেত্রে খুব সাধারণ উপসর্গ হচ্ছে প্রস্রাব করার সময় ব্যথা করা এবং যৌ* মিলনের সময় ব্যথা করা। প্রথমদিকে শ্যান*ক্রয়েডের ঘা-কে অনেকে ‘শক্ত’ শ্যাংকার বলে ভুল করতে পারেন, যা প্রাথমিক সিফি*লিসের বিশেষ ঘা এবং এটা শ্যান*ক্রয়েডের ‘নরম শ্যাংকার’- এর সম্পূর্ণ বিপরীত।
আক্রান্ত ব্যক্তিদের প্রায় এক-তৃতীয়াংশের কুঁচকির লসিকাগন্থিগুলো বড় হয়। অনেকের পুঁজ হয়ে ফেটে যায়।
চিকিৎসা
সাধারণত একক মাত্রায় মুখে অ্যাজিথ্রোমাইসিন অথবা মাংসপেশি পথে একক মাত্রায় সেফট্রায়াক্রন অথবা সাতদিন মুখে ইরাথ্রোমাইসিন দিয়ে চিকিৎসা করা হয়।
ডা. মিজানুর রহমান কল্লোল
চেম্বার : কমপ্যাথ লিমিটেড, ১৩৬ এলিফ্যান্ট রোড, (বাটা সিগন্যাল ও হাতিরপুল বাজারের সংযোগ রাস্তার মাঝামাঝি), ঢাকা। মোবাইল : ০১৭১৬২৮৮৮৫৫
সূত্র: দৈনিক ইত্তেফাক, সেপ্টেম্বর ১৯, ২০০৯
prince
sadharonoto amar dhoner tupir moto onshotar nice gha ase .eta ki kono khoti korbe
Bangla Health
নানা সংক্রামক রোগ হতে পারে। বিশেষ করে আপনার পার্টনারের যদি কোন *যৌ*ন* রোগ থাকে, তাহলে সেগুলো খুব সহজেই আপনার মধ্যে সংক্রমিত হতে পারে। আপনি অবশ্যই ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে নেবেন। সহবাস করার আগে অবশ্যই ক*ন*ড*ম ব্যবহার করবেন।
prince
amar kono partner nai abong ami olive oil die hostomoithun kori
Bangla Health
ঘা থাকলে ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে নিন।
Zubeyer
স্যার আমার বয়স ২১।আমার ছোট বেলায় হস্তমৈথুনের অভ্যাস ছিল। দীর্ঘদিন থেকে আমার হাত পায়ের শিরা গুলো জেগে আছে। কি করলে এই শির জাগা কমাতে পারি।
Bangla Health
শিরা জেগে থাকা মানেই কিন্তু অসুস্থতার লক্ষণ নয় । তবে আপনার উচ্চতানুসারে ওজন ঠিক আছে কিনা, দেখে নিন। ওজন কম থাকলে ওজন বাড়ানোর দিকে নজর দিন।
করিম
আমার বয়স ১৯।আমি সাপ্তাহে ১-২হস্তমৈথুন করি।৩-৪ দিন হবে আমার পুরুষাঙ্গের খত্না করা জায়গার উপরের চামরায় একটি গোটর মত ফুলে আছে।গোটাটির বাম পাশে প্রচুর পরিমানে চুলকাছে।আর গোটাটি কে চাপ দিলে অল্প পরিমানে পানি বের হয় কিন্তু ফুলে থাকা গোটার কোন পরিবর্তন দেখা যায় না।আজকে আবার ডান দিকে আর ১টি গোটা দেখা যাচছে এবং উভয় পাশে চুলকাচ্ছে।এখন আমার কি করনীয়।
Bangla Health
অবশ্যই তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে নেবেন।
করিম
আমার বয়স ১৯।আমি সাপ্তাহে ১-২ বার হস্তমৈথুন করি।৩-৪ দিন হবে আমার খত্না করে কেটে ফেলা চামাড়ার অল্প উপরে প্রথমে ১টি গোটার ফুলর সৃস্টি হয় এবং তার বাম পাশে চুলকানি দেখা দেয়।গত কাল আগের গোটার ডান পাশে আর ১টি গোটা দেখা দেয় এবং অতিরিক্ত পরিমানে চুলকানি দেখা দেয়।১ম গোটাটিকে চাপ দিলে অল্প পরিমানে পানি বের হয় কিন্তু গোটার কোন পরিবর্তন দেখা যায় না।এখন আমি কি করব।
safiuzzaman
আমি পতিতালয়ে গেছি আমার অন্ডথলি চারপাসে ঘা চুলকায়।আমার অন্ডথলি ঝুলে গেছে, আমার অন্ডথলি চেয়ে লিঙ্গ ছোট এখন কি করবো।
Bangla Health
ডাক্তার দেখাতে হবে।
জানতে চাই
ভাই আমার প্রশ্নের উত্তর কি দেবেন না।
খুব চিন্তায় আছি ভাই। প্লিজ বলুন।
Bangla Health
আগের সব উত্তর দেয়া হয়েছে।
m.a.latif
আমার লিঙ্গের মাথার পাশে একটা ফোসকা উঠেছিল এবং ঐটা ফেঁটে গেছে।।এখন ঘাঁ হয়ে গেছে।শুধু পানি বের হয় চুলকাই না।এখন আমি এরিথ্রোমাইসিন খাচ্ছি। কোন সমস্যা হবে??
Bangla Health
ডাক্তার দেখিয়ে নিয়েন।