ভারতের সল্টলেক সিটির ইউনিভার্সিটি অফ উতাহ্’র গবেষকরা তাদের জরিপে দেখেছেন, যে সব মা এবং তাদের মেয়ে একই সময়ে ঋতুস্রাব বা রজঃস্রাব হয় তারা অন্যান্য সময়ের তুলনায় মানসিকভাবে বেশি কাছাকাছি থাকেন। গবেষকরা দেখেন যে, একই সময়ে ঋতুস্রাবের পিরিয়ডের পুরো সময়টাতে তাদের পরস্পরের প্রতি আন্তরিকতা এবং ভালোবাসা থাকে অধিক এবং গবেষকরা পরামর্শ দিয়েছেন- যে সব মা-মেয়ের ক্ষেত্রে কোনরকম টানাপড়েন সম্পর্ক থাকে তারা যেন তাদের পিরিয়ডের সময়কালীন কাছাকাছি থাকেন।
ডা. কাজী মাহবুবা আক্তার
সূত্রঃ দৈনিক ইত্তেফাক, আগস্ট , ২০০৯
Leave a Reply