গর্ভাবস্থায় শারীরিক মিলনের ব্যাপারে অনেক নারীর ক্ষেত্রে সমস্যা দেখা দিয়ে থাকে। অনেক পুরুষ ও গর্ভকালীন নারীর সাথে শারীরিক মিলন ঘটাতে ইচ্ছুক থাকেনা । যদিও গর্ভাবস্থায় শারীরিক মিলন তিকারক নয়। তবে এই সময়ে শারীরিক মিলনের স্বাভাবিক আসনগুলো ব্যবহার করা সম্ভব হয় না। তার বদলে বিরল আসনে শারীরিক মিলন করতে হয়। নারীর যদি আপত্তি না থাকে এবং পুরুষের যদি ইচ্ছা থাকে তবে গর্ভাবস্থায় শারীরিক মিলন চলতে পারে। গর্ভাবস্থায় শারীরিক মিলনে কয়েকটি ঝুঁকি রয়েছে। এ ব্যাপারে সতর্ক থাকা উচিত এই ঝুঁকিগুলো হলো।
পেলভিক ইনফামেশন সমস্যা।
ইনফেকশন।
অন্যান্য শারীরিক সমস্যা।
সাধারণ গর্ভাবস্থায় প্রথম দুই থেকে তিন মাস শারীরিক মিলনে কোনো ঝুঁকি থাকে না। তবে এর পরে গর্ভের বয়স যত বাড়ে তত বাড়তে পারে। এ ব্যাপারে খেয়াল রেখে শারীরিক মিলন করা উচিত।
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ
স্যার আমি বাংলা হেল্থে ৩টা প্রশ্ন করেছি কিন্তু উত্তর পাইনি দয়া করে আমার উত্তর দিন আমার প্রশ্ন হচ্ছে আমার স্ত্রী গর্ভবতী ৪মাস এখন কি জননাঙ্গর ভিতরে বিয্য দিলে কোন সমস্যা হবে ডেলিভারি পর্যন্ত ?
না, সমস্যা নয়।
একটা উত্তর দিতে কি ১মাস লাগাবেন নাকি?
রোজার জন্য অনেকেই কাজ থেকে দূরে ছিলেন।দুঃখিত।
স্যার আমি আরও ২বার এই প্রশ্ন করেছি কোন উত্তর পাইনি আমার স্ত্রী ৪মাস যাবত্ গর্ভবতী এখন আমার প্রশ্ন হচ্ছে *যৌ*ন* মিলনে বিয্য জননাঙ্গর ভিতরে দিলে কি কোন সমস্যা হবে? আর ডাবল গর্ভবতী হবে?
না। না।
স্যার আমার স্ত্রীর চার মাস *যৌ*ন* মিলনোর কিছু আসন বলুন আর আমরা যরা যরী করার সময় পেটে হালকা চাপ খেলে কি কোন সমস্যা হবে? সে বলে বেশি একটা চাপ লাগেনা কিন্তু আমি ভয় পাই কিছু সতর্ক বানী দেন ।
হালকা চাপে সমস্যা হবে না। শরীরের উপর না শুয়েও বসে বসে বা পিছন থেকে মিলিত হতে পারেন।
আমার এজ ২১ আমি sex করার সময় setimax sex power er medicine খাই ৫ পিচ।আর এর ফল এ আমি ১ hour sex করতে পারি।এতে কি সমসা হবে আমার পেনিস এর।সার উত্তর এর অপেক্ষাই রইলাম।।
ধীরে ধীরে সমস্যা হতে পারে এই ঔষধের সাইড এফেক্ট থেকে।