পৃথিবীব্যাপী বিভিন্ন প্রকার শারীরিক মিলনাসন রয়েছে। এগুলোর ব্যাখ্যা আমরা বিভিন্ন সময়ে জেনেছি এটা বলা দরকার যে শারীরিক মিলনের জন্য শারীরিক মিলনাসন সবচেয়ে বেশি প্রয়োজনীয়। পুরুষ কিংবা নারীর শারীরিক মিলন আনন্দ এবং চরমপুলক নির্ভর করে পছন্দ সই শারীরিক মিলন আসনের উপর। শারীরিক মিলন আসনের বেশ কিছু আসন জনপ্রিয় নয়। তবে অনেক দম্পতি এই আসনগুলোতে শারীরিক মিলন করে থাকে, আসনের একঘেয়েমি কাটাতে। নারী পুরুষের দৈহিক মিলনের আসনগুলো হলো-
পুরুষ উপরে নারী নিচে।
নারী উপরে পুরুষ নিচে।
পাশাপাশি আসন।
বিরল আসন।
বসা আসন।
উল্টো আসন ইত্যাদি।
এই আসনগুলোর মধ্যে পুরুষ উপরে নারী নিচে এবং পাশপাশি আসন দুটো পৃথিবীব্যাপী জনপ্রিয়। পুরুষ উপরের আসনকে মিশনারী আসন বলা হয়। পুরুষ এই আসনে সবচেয়ে বেশি শারীরিক মিলন আনন্দ পেয়ে থাকে। নারীও এই মিশানারী আসনে সবচেয়ে বেশি শারীরিক মিলন আনন্দ লাভ করে।
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ
রিহাম
কোন আসনে মিলিত হলে উভয়ে একসাথে চরম পুলক পায়
Bangla Health
এখানে আসন মূখ্য ব্যাপার না। বিভিন্ন আসনেই এটা হতে পারে। তবে একই সাথে দুজনেরই পুলক লাভ খুবই ভাগ্যের ব্যাপার। এখানে দুজনের শারীরিক ভাবে একে অপরের সাথে সব দিক দিয়ে মিলতে হবে, দুজনের মন-মানসিকতা সমান হতে হবে, ভালো বোঝাপড়া থাকতে হবে, সেক্স সম্পর্কে দুজনের সমান এবং পূর্ণ জ্ঞান থাকতে হবে। এছাড়া আরও অনেক ব্যাপার আছে।
নর-নারীর শ্রেণীবিভাগ ও সঙ্গম লেখাটি পড়লে বিস্তারিত বুঝতে পারবেন।
Sh
স্যার গর্ভবতী অবস্থায় কোন আসনে *যৌ*ন* মিলন করলে কোন রিস্ক নাই?
Bangla Health
পেটের উপর বেশী চাপ না দিলেই হয়। স্ত্রী যেভাবে ভালো মনে করেন।