চরমপুলক হলো শারীরিক মিলনের মূল কথা । চরমপুলকের মাধ্যেমে নারী এবং পুরুষের দেহ শারীরিক মিলনানন্দ লাভ করে। নারীর সাথে পুরুষের দৈহিক মিলনের চূড়ান্ত পর্যায়ে চরমপুলক ব্যাপাটি সংঘটিত হয়ে থাকে। চরমপুলকের আগে নারী এবং পুরুষ শারীরিক মিলনক্রিড়া এবং শারীরিক মিলনে অংশ নেয়। শারীরিক মিলনের একেবারে শেষ ধাপ হলো চরমপুলক। শারীরিক আনন্দের চরমপর্যায়ে উভয়ের শরীর শিথিল হয়ে আসে। এই সময় স্নায়ু চাপ একেবারে কমে যায়। চরমপুলক হলে পুরুষের বীর্যপাত হয় এবং নারীর জননাঙ্গ ভিজে যায়। উভয়ের মধ্যেই চরমপুলকের পর মানসিক উৎফুল্লতা বিরাজ করে। চরমপুলক নারী এবং পুরুষের একসাথে আবার আগে পরে হতে পারে। এটি নির্ভিক করে শারীরিক মিলনের কৌশলের উপর। একেক দম্পতি একেক কৌশলে শারীরিক মিলনে রত হয়। ফলে চরমপুলকের ক্ষেত্রে ও বিভিন্নতা পরিলতি হওয়াই স্বাবাভিক।
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ
facebook
আমি যখন আমার wife এর সাতে সেক্স করি,সবসময় আমার চরমপুলক আগে হয়ে জায় ।প্রথমে সে জানতো না মেয়েদের চরমপলুক হয়।যখন সে জানতে পারে এতে সে মনে মনে অনেক কস্ট পায় but প্রকাস করে না ।এ জন্য আমার কি করা উচিত ?
Bangla Health
স্ত্রীকে আগে ভালো ভাবে উত্তেজিত করে নেবেন। কিস করা, স্তনে মুখ লাগানো, ভগাঙ্কুর লেহন বা মর্দন করা, আরো অনেক উপায় আগে স্ত্রীকে উত্তেজিত করে নিলে আপনার কাজ সহজ হয়ে যাবে। সেক্সের সময় নিজে বেশী উত্তেজিত হবেন না। বীর্যপাতের আগেই লিঙ্গ বের করে উত্তেজনা একটু কমিয়ে আবার শুরু করবেন। বিভিন্ন আসনে চেষ্টা করবেন।