শারীরিক মিলনের সময় প্রোটেকশন ব্যবহার করুন
শারীরিক মিলন দৈহিক তি করে না
পুরুষের সমস্যাগুলো কি জানতে চেষ্টা করুন
নারীর সমস্যাগুলো কি জানতে চেষ্টা করুন
ডাক্তারী পরামর্শ নিন
যৌবন প্রাপ্তির পর পরই পুরুষ নানা প্রকার শারীরিক মিলন সঞ্চয় করে। এই সময়ে পুরুষের শারীরিক মিলন ব্যাপারে তীব্র আকর্ষণ জন্মায় । যাতে করে পুরুষ হস্তমৈথুন থেকে শুরু করে সমকামিতা এমনকি পতিতা শারীরিক মিলন পর্যন্ত শারীরিক মিলনের অভ্যস্ত হয়। পুরুষের এই সময়কার কিছু শারীরিক মিলন অভিজ্ঞতা হলো এ রকম-
কিছু কিছু পুরুষ এই সময়ে জন্ম নিরোধকের ব্যবস্থা নিয়ে শারীরিক মিলন করে থাকে। অনেকেই কয়েকটা ইন্টেরেপ্টাস পদ্ধিতি গ্রহণ করে যাতে করে গর্ভাবস্থার ঝুকি কমানো যায়। এই পদ্ধতিতে পুরুষ শারীরিক মিলনের চূড়ান্ত পর্যায়ে নারীর জননাঙ্গ থেকে তার লিঙ্গ অপসারণ করে। যাতে করে পুরুষের বীর্য নারীর জরায়ুতে পোঁছাতে পারে না।
কোনো কোনো পুরুষ এই সময়ে শারীরিক মিলন অভিজ্ঞতা সঞ্চয় করে গাড়ির ভেতরে বা নির্জন এলাকায়। অনেকে আবার বন্ধুর বাড়িতে বা অন্য কোনো আত্নীয়ের বাসায় প্রথম শারীরিক মিলন অভিজ্ঞতা সঞ্চয় করে। কোনো কোনো ক্ষেত্রে এমনো দেখা যায়। শারীরিক এবং মানসিক চাপের জন্য অনেক পুরুষ হোটেলে বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে শারীরিক মিলনে রত হয়। এ ক্ষেত্রে তাড়াতাড়ির জন্য অনেক পুরুষ এবং নারী কেবল মাত্র একে অন্যের গোপনাঙ্গ স্পর্শের দ্বারা শারীরিক মিলন তৃপ্তি লাভ করে।
পতিতা সহবাস যৌবন প্রাপ্তির পরে পুরুষের শারীরিক মিলন অভিজ্ঞতা সঞ্চয়ের একটি অন্যতম উপায়। সাধারণত অতিরিক্ত মাত্রায় এলকোহল সেবনের পরে অনেক পুরুষ স্বাভাবিকভাবেই স্ত্রীর কাছ থেকে বেমুখ হয়ে পতিতার সাথে শারীরিক মিলন ঘটায়। এই সময়ে পুরুষের কার্যত বাহ্যিক কোনো জ্ঞান থাকেনা বিধায় অতি অল্প সময়ের মধ্যে পুরুষের বীর্যপাত ঘটায় এবং তাতেই সে তৃপ্তি লাভ করে।
এই জাতীয় অভিজ্ঞতা ছাড়াও স্বমেহন পুরুষকে স্বল্প মাত্রাই শারীরিক মিলন অভিজ্ঞতা এনে দিতে পারে । আবার অনেক পুরুষ শারীরিক মিলনের চাইতে বরং অন্যান্য নেশা দ্রব্যের প্রতি আকৃষ্টি হয়, যেমন এলকোহল বা মারিজুয়ানা। ক্রমাগত এই জতীয় নেশা দ্রব্য ব্যবহারের ফলে বহু পুরুষের শারীরিক মিলন ই্চ্ছা একেবারে কমে যায় এবং তারা পুরুষত্বহীনতায় ভোগে।
সমকামিতা ও কিন্তু শারীরিক মিলন অভিজ্ঞতা সঞ্চয়ের একটি উপায়। সমকামিতা হলো পুরুষের অন্য পুরুষের প্রতি এবং নারীর অন্য নারীর পতি শারীরিক মিলন আকর্ষণ অনুভব করা। পুরুষ এবং নারীর সমকামিতায় শারীরিক মিলনের মতোই আনন্দ লাভ করে থাকে। এটি যৌবন প্রাপ্তি পরে বহু পুরুষের শারীরিক মিলন তৃষ্ণা নিবারণের একমাত্র উপায় হয়ে দাঁড়ায়।
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ
Raju roy
ami ekta me ke rate pete chai . kintu voy lagche je jodi bacha cholease pete 10 mas por. tahole ki korbo? kemon kore tar sathe rat katabo? please bolo
Bangla Health
নিরাপদ সেক্সের জন্য ক*ন*ড*মের বিকল্প নেই।
দুর্জয়
আমার বয়স ২২ বছর। অবিবাহিত। আমার লিঙে্গর সাইজ সাভাবিক ২ ইন্চি উত্তেজিত অবস্থায় ৪ ইন্চি। বিবাহিত জীবনে কোন সমস্যা হবে কিনা? উত্তর আমার ইমেইলে জানিয়ে দেবেন।
Bangla Health
আপনার লিঙ্গের সাইজ যথেষ্ট বড়। সাইজ নিয়ে কোনো সমস্যা হবে বলে মনে হয় না।
মেয়েরা কখনোই সাইজ নিয়ে তেমন চিন্তিত নয়। ছেলেদেরও উচিত এটা নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকা। তারচেয়ে শরীরের ফিটনেস বাড়ান।
Tazim
আমার লিঙ্গের সাইজ ৬.৭”। আমি ৫.৮ ফুট, আমার বয়স ২১+ আর আমার ওজন ৮০ কেজি। কিন্তু আমার girlfriend আমার থেকে ৫ বছরের বড় আর physically আমার থেকে অনেক ছোট-খাটো। তাই ওকে নিয়ে আমার আর আমাকে নিয়ে তার অনেক tension হয়। আমরা একেঅপরকে বিয়ে করতে চাই। আমরা যদি দুজন একেঅপরকে বিয়ে করি তাহলেকি future এ আমাদের কোন problem হবে?
আতিক ঢাকা
জীবনের ১st time আমি আমার লাভার সাথে মিলন ঘটাতে চাই
এ ক্ষেএে ক*ন*ড*ম এর ভূমিকা কতটুকু
Bangla Health
বাচ্চা নিতে না চাইলে বা *যৌ*ন*বাহিত রোগজীবানু থেকে রক্ষা পেতে ক*ন*ড*মের ভূমিকা অনেক। অবশ্যই ক*ন*ড*ম ব্যবহার করবেন।
jakir
ami sex korar somoy amar bou er dud pan kori.ami biya korsi 2 bosor.amar 2 masar ekta bassa ase.dud khaile kono somosha ase ………..???
Bangla Health
না, তবে বাচ্চার ভাগে কম পড়লে সমস্যা।
ডিপ মহিবুল
আমার বয়স ১৬ বছর কিন্তু খুব বেশি *যৌ*ন* কামনা করতে ইচ্ছে করে এটা কি কোনো মানষিক রোগ?
Bangla Health
না, রোগ নয়। এই বয়সে এমন হতেই পারে। তবে সেক্স জিনিসটাকে সহজ ভাবে নিন। এটা আমাদের আর সব দৈনন্দিন জীবনের অন্যান্য ব্যাপারের মতই একটা ব্যাপার। সময় হলে এমনিতেই পাবেন।
কামরান
আমি প্রতি মাসে ১০-১৫বার হস্থমৈথন করি। এতে কোন সমস্য হবে কি না?
Bangla Health
নির্ভর করছে আপনার শারীরিক অবস্থা এবং খাওয়া-দাওয়াসহ অন্য লাইফস্টাইলের উপর।
একটু কমিয়ে দিন।
সুরোজিত
আমি পতি মাসে 20 থেকে 22 হসথমৈথন করি1 এতে কি কোনো সমসা আছে
Bangla Health
বাঙালীদের যে স্বাস্থ্য তাতে এটা অনেক বেশি মনে হয়।