যৌবন কাল হলো পুরুষের শারীরিক মিলনের ব্যবহারের সময়। এই সময়ে শারীরিক মিলনের প্রতি পুরুষের আগ্রহ এবং আর্কষণ বেশি। ২৫ থেকে ৩০ বছর সময়কতাল হলো পুরুষের প্রকৃত যৌবন কাল। এই সময়ে পুরুষ কিংবা নারী উভয়েই শারীরিক মিলনের প্রতি সবচেয়ে বেশি আকর্ষণ থাকে । এই সময়ের মধ্যে বয়ঃসন্ধিপূর্ণ হয় এবং নারী পুরুষের গোপনাঙ্গ সুসংগঠিত হয়। এই সময়কার । নারী পুরুষের দৈহিক পরিবর্তন এবং এবং ব্যবহারিক পরিবর্তনগুলো হলো-
মেয়েদের মাসিক চক্র শুরু হওয়া
ছেলেদের স্বপ্নদোষ হতে থাকা
মেয়েদের গোপনাঙ্গের ঠোঁট বড় হতে থাকা
মেয়েদের কিটো*রিস আরো দৃঢ় হয়
ছেলেদের অন্ড*কোষ এবং গোপনাঙ্গ আরো দৃঢ় হয়
মেয়েদের স্তনের আকার বড় হয়
উভয়ের উচ্চতা বৃদ্ধি পায়
উভয়েরই গলার স্বরে পরিবর্তন হয়
উভয়েরই শরীরের আকার পরিবর্তিত হয় ইত্যাদি
হরমোন নিঃসরণজনিত কারণে এই সময়ে ছেলে মেয়ে উভয়েরই শারীরিক মিলন ইচ্ছা দেখা দিয়ে থাকে। প্রাথমিক এবং দ্বিতীয় স্তরের পরিবর্তনের পর একটি ছেলে পুরুষ এবং একটি মেয়ে নারীতে পরিপূর্ণতা লাভ করে ।
প্রাথমিক পরিবর্তন–
গলার স্বরে পরিবর্তন
বগলে চুল জন্মানো
নাভীর নিচে চুল জন্মানো
মাংসপেশি দূঢ় হাওয়া
ছেলেদের বুকে লোম জন্মানে
মাথার চুল ঘন হওয়া
স্ত*নের আকৃতি সুগঠিত হওয়া
উচ্চতা বৃদ্ধি
দ্বিতীয় স্তরের পরিবর্তন–
গোপনাঙ্গ দৃঢ় হওয়া
শারীরিক মিলনের ইচ্চার সৃষ্টি
শারীরিক মিলনের প্রতি তীব্র আকর্ষণ
স্তনের স্ফীত
জুরায়ুর সুসংগঠন
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ
Arif
আমার নাম নিল আমি প্রবাসে থাকি আমর বয়স 27 উচ্চতা 5:9 এবং ওজওজ60 kg এখন আমার সমস্যা হচ্ছে আমি বিয়ে করতে ভয় পাচ্ছি কারণ আমার একটিই মাত্র অনডড কোষ আমি যদি বিয়ে করি তাহলে কি বাবা হতে পারবো এবং এই সমস্যার কোনো সমাধান আছে কি?
Bangla Health
আপনি চাইলে আগে ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে নিতে পারেন যে আপনার বীর্যে যথেষ্ট শুক্রানু আছে কি না।