নারীকে পুরুষের চাইতে আরো যে বিষটি স্বতস্ফূর্তভাবে পৃথক করেছে ,তা হলো নারীর অভন্তরীণ গোপনাঙ্গ ,তথা জননাঙ্গ । পুরুষের লিঙ্গ বহিঃমুখী অথচ নারীর শারীরিক মিলন লিঙ্গ নেই , তবে গোপনাঙ্গ হিসেবে রয়েছে জননাঙ্গ । এই জননাঙ্গর মাধ্যমেই নারী পুরুষের সাথে শারীরিক মিলনে মিশে যায়। জননাঙ্গ শারীরিক মিলনের উত্তেজনার সময় পিচ্ছিল হয়ে উঠে। কেননা শারীরিক মিলনের উত্তেজনার সময় নারীর ভেতর তরলের রণ হতে থাকে । নারীর শারীরিক মিলন স্বাভাবিক আকারে ৯ সেঃমিঃ প্রায় সাড়ে তিন ইঞ্চি। তবে এটি বিভিন্ন সময়ে পরিবর্দিত হয় যেমন শারীরিক মিলনের সময় , সন্তান জন্মের সময় এমনকি হস্তমৈথুনের বা স্বমেহনের সময়। জননাঙ্গর সাথে সম্পর্কযুক্ত একই মাত্রার অঙ্গ হলো সারবিঙ । জননাঙ্গতে প্রায় ত্রিশ রকমের কৌশিক কলা রয়েছে । এগুলো গভীর এবং শারীরিক মিলনের সময় লিঙ্গের চাপ এটি সহ্য করে নিতে পারে । জননাঙ্গ থেকে সাধারণত ল্যাকটিক এসিড রিত হয়। একে শারীরিক মিলনরস বা মিউকাস বলা হয় । এটি শারীরিক মিলন উদ্দিপক এক প্রকার তরল । নারীর শারীরিক মিলনের উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে এই তরল জননাঙ্গ বেয়ে বাইরে চলে আসতে পারে। নারীর অপরাপর আভ্যন্তরীণ গোপনাঙ্গগুলো হলো , জরায়ু , পেলভিস, ওভারি ইত্যাদি। জরায়ুবা ইউটেরাস নারীর শারীরিক মিলন জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় । একই সাথে এটি গুরুত্বপূর্ণ ও বটে । নারীর শারীরিক মিলন জীবনের ততোথিক গুরুত্বপূর্ণ গোপনাঙ্গ হলো ওভারি বা ডিম্বাসয় । শারীরিক মিলনের পরে পুরুষের লিঙ্গ নিঃসৃত বীর্য নারীর ওভারিতে ডিম্বাশয়ে জমা হয় এবং তার পরে এটি ফ্যালোপিয়ান টিউব বেয়ে উপরিস্থিতি অংশ হলো ওভিডাক্ট। এটি ফ্যালোপিয়ান টিউবের সাথে সম্পর্কযুক্ত একটি অঙ্গ । মোটা মুটি এই হচ্ছে নারীর অভ্যন্তরীণ গোপনাঙ্গ । যার দ্বারা নারীর শারীরিক মিলন জীবন পূর্ণাঙ্গ হয়।
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ
I want to know about any name of lubricant for dry vagina.
*যৌ*ন*রস বা মিউকাস মুখে গেলে কোন সমসা আছে??
বীর্য মুখের মধ্যে নিলে বা গিলে ফেললেও ক্ষতি নেই যতক্ষণ না বীর্যে কোনো প্রকার জীবানু থাকে।
কিন্তু জীবানু আছে কিনা সেটা আমাদের বেশীর ভাগেরই বীর্য পরীক্ষা করে নিশ্চিত হবার সম্ভাবনা নেই। তাই রিস্কটা শুধু গিলে ফেলার মধ্যেই নয়, এমনকি আনপ্রোটেকটেড ওরাল সেক্সের মাধ্যমেও অনেক *যৌ*ন* রোগ বিস্তার লাভ করতে পারে, যেমন- গনোরিয়া, হেপাইটিস বি, সিফিলিস, এমনকি এইডস পর্যন্ত। আর এটা দুজনেরই সংক্রমিত হতে পারে।
সোজা কথা, পর্ণ মুভি দেখে এসব না করাই ভালো। আর ওরাল সেক্স করলে তখনও যথেষ্ট প্রোটেকশনের ব্যবস্থা নেয়া উচিত।
karo jouno rosh thik moto ber na hole ki koronio?r dhaka te kothay lube gel paoa jay?plz suggest and sorry for english font
ঠিক মতো বের না হওয়া বলতে ঠিক কি বুঝাচ্ছেন?
ঔষধের দোকানে পাওয়ার কথা।
মানে সেক্স করার সময় জলে।মিউকাস থিক মত বের হয় না।তাই অতিরিক্ত লুব্রি বেবহার করতে চাই।আশলে আমি বুঝায় বলতে পারতেসি না।।।।
বাজারে অনেক প্রকারের লুব্রিকেটিং জেলি কিনতে পাওয়া যায়। পছন্দসই একটা কিনে নিতে পারেন।
কিভাবে শক্ত লিঙ্গ করছেন
ফিটনেস বাড়ান। তখন লিঙ্গে রক্তসঞ্চালন বেশি হলে লিঙ্গ শক্ত বেশি হবে।
meyéder birjo dekhte kmn?r er name ki?
মেয়েদের বীর্য হয় না। চরমপুলক হলে তখন এক ধরনের বর্ণহীন তরল পদার্থ নিঃসৃত হয় যা অনেক সময় ভিতরেই থেকে যায়, বাইরে না-ও বের হতে পারে। কামরস বলে একে।
Meyedr ki celeder moto bijro ber hoy…?