সাধারণত একান্ত গোপন ইনফেকশনের জন্য শারীরিক মিলন সংসর্গ দায়ী। মুখে ও গোপনাঙ্গে শরীরের স্পর্শকাতর কোথাও শারীরিক মিলন সংক্রামক ব্যাধি থেকে থাকলে তা অপরকে আক্রান্ত করে থাকে সাধারণত পাঁচটি শারীরিক মিলন অসুখ পৃথিবীতে দেখতে পাওয়া যায়। এর মধ্যে সিফিলিস এবং গনোরিয়া প্রধান। এ ছাড়াও স্যাক্রয়েড, লিম্ফগ্রানোলোমা বেনেরাস এবং গ্রানোলোমা ইনজিনুয়াল অপর কিছু শারীরিক মিলনরোগ। নারীদের শারীরিক মিলন সংক্রামক রোগ হয় সাধারণত বহুগামিতার ফলে। অপরদিকে সমকামিতা এবং পতিতা সহবাসের জন্য পুরুষের শারীরিক মিলন সংক্রামক রোগ হতে পরে। নারী পুরুষ উভয়ের জন্য শারীরিক মিলন সংক্রামক রোগ শারীরিক মিলন জীবনের জন্য খুব ঝুঁকিপূর্ণ । নারী স্বাস্থ্যের ব্যাপারে আলোচনায় শারীরিক মিলন সংক্রামক নানা বিষয়ে আলোচনা করা উচিত।
শারীরিক মিলন সমস্যার চিহ্ন এবং উপসর্গ
জননাঙ্গতে বা ভালভাতে র্যাস
পায়ুর কাছাকাছি র্যাস
কুচকিতে র্যাস
নারীর স্তনে জ্বালাপোড়া
ঝিমুনি ভাব
জননাঙ্গর মাথায় ঘামাচির মতো দানা
শারীরিক মিলনে ব্যথা
জননাঙ্গর অস্বাভাবিক সমস্যা
শরীরের অন্যান্য চিহ্ন এবং উপসর্গ-
দ্রুত চুল হারানো
চোখের ইনফেকশন
পুঞ্জ পুঞ্জ মাথা ব্যথা
ঠোঁটের র্যাস
শরীরের অন্যান্য স্থানে র্যাস
চামড়ায় ফুসকুড়ি
হাতে এবং হাতের আঙ্গুলের র্যাস
হাইজিন নির্দেশনা-
১. প্রতি দিন নিয়মিত গোপনাঙ্গ ধোয়
২. সুতির অন্তর্বাস পরা
৩. রাসায়নিক পদার্থ দিয়ে গোপনাঙ্গ ধোয়া
৪. পায়ু সামনের দিক থেকে পেছনের দিকে ধোয়া
৫. প্রতিদিন অন্তর্বাস পরিবর্তন করা
৬. শারীরিক মিলনসঙ্গীর ইনফেকশন আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া
৭. শারীরিক মিলনের আগে অবশ্যই পুরুষকে প্রোটেকশন ব্যবহার করতে বলা
৮. শারীরিক মিলনের আগে এবং পরে নারীর গোপনাঙ্গ ধুয়ে পেলা
৯. শারীরিক মিলনের পরে মূত্র ত্যাগ করা
১০ নিয়মিত ডাক্তারের পরামর্শ গ্রহণ করা
১১. শারীরিক মিলন আচরণ যেন অবাধ না হয় সেদিকে খেয়াল রাখা
১২. শারীরিক মিলনসঙ্গী বা সঙ্গিনীর ডাক্তারী পরীক্ষা করানো
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ
hafez
ঠোঁটের র্যাস ও হাতে এবং হাতের আঙ্গুলের র্যাস বলতে কি বোঝানো হয়েছে ?
Bangla Health
চুলকানি হলে সেখানে ছোট ছোট গোলাকার ধরনের যে লালচে ঘামাচির হয় বা মাঝে মাঝে সামান্য একটু জায়গা নিয়ে ফুলে উঠে, সেরকম কিছু। গুগলে rash লিখে ইমেজ সার্চ করে দেখতে পারেন।
বলুন
যদি কোন মেয়ে *যৌ*ন* রোগে আক্রান্ত হয়।
তবে তার সাথে শুধু মাত্র আলিংগন করলে কি *যৌ*ন* সঙ্গক্রম্ন হতে পারে।
Bangla Health
না, হবে না।
জানতে চাই
ডাক্তার বাবু,
আমি কিছুদিন আগে এক বেশ্যাপল্লিতে যায়।
সেখানে একজন বেশ্যার সাথে কিছু ক্ষন থাকি।
আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। আসলে আমি কিছুই করতে দেয়নি।
জামা কাপড় পর্যন্ত খোলেনি। সে শুধু আমার লিঙ্গ ধরেছে আর আমি তার নগ্ন বুক টিপেছি।
তারপর থেকেই আমি টেনশানে ভুগছি। ভাবছি হয়ত আমার *যৌ*ন* রোগ হয়ে যাবে।
ঝামেলায় ফাসবো, বিয়ে হবে না, এইডস হবে আরো কত কিছু।
আমার কি এসব হওয়ার সম্ভাবনা আছে?
এখন আমাকে কি করা উচিত?
Bangla Health
কিছু হওয়ার সম্ভাবনা নাই। চিন্তার কিছু নাই।
s a s r 3
sorry,sorry ami bangla leka parina- please porun ar uttor din.
Amar jouno stane gamachir moto dana dana sariboddo hoye berieche.. Ak bosor holo holo akono aki rokom ache. Jouno staner nicher ongshe (chola)te o airokom. Lumer guray guray berieche…
Please ans:Dr.
s a s r 3
doya korun dr.
Uttorta din
Bangla Health
চুলকানি বা জ্বালাপোড়া করলে ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে নিবেন। নইলে দুশ্চিন্তার কিছু নাই।
help boy
নুনুর মাথায় লাল লাল ঘামাছির মত ছিল ? কুচকিতে ছিল? দেখতে দাঊদেরমত ?মলম লাগানোর পর কমছে? মাজে মাজে মিলন & সমকামিতায় লিপ্ত হই?এটা কি কোনো যোওনো রোগ কী না ? জানাবেন
Bangla Health
ডাক্তার দেখিয়ে পরীক্ষা করাবেন।
সেক্সের সময় প্রটেকশন নিবেন।
Robin
স্ত্রীর সাথে ওরাল সেক্স করলে কোন ক্ষতি আছে নাকি?
Bangla Health
না।