সিফিলিস মারাত্নক শারীরিক মিলনরোগ। এর ফলে অন্ধত্ব, প্যারালাইসিস এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। অধিকাংশ সময় সিফিলিস পুরুষের লিঙ্গ থেকে নারীর জননাঙ্গতে অথবা নারীর জননাঙ্গ থেকে পুরুষের লিঙ্গে ছড়িয়ে পড়ে। কোনো কোনো সময় এটি মুখ থেকে বা মলাসয়ের মাধ্যমেও ছড়াতে পারে। সিফিলিসের চিকিৎসা খুব একটি জটিল নয়। অনেক সময় উপসর্গহীন সিফিলিস হতে পারে। পেনিসিলিন ইনজেকশন বা অন্যান্য এন্টিবায়োটিক হলো এর প্রধান চিকিৎসা।
প্রথম স্তনে সিফিলিস-
প্রথম পর্যায়ে সিফিলিস হলো সাধারণত যে উপসর্গগুলো লক্ষণীয় হয় সে গুলো হলো ১০ থেকে ৮০ দিনের মধ্যে শরীরের র্যাশ –
পায়ুর কাছে র্যাশ –
স্তনবৃন্তে র্যাশ-
৪ থেকে ১০ সপ্তাহের মধ্যে সমস্যার প্রকাশ –
দ্বিতীয় স্তরের সিফিরিস-
এই স্তরের ৬ সপ্তাহের সময় থেকে অন্তত ৩ মাসের মধ্যে এর প্রকাশ ঘটে। এর লণযোগ্য উপসর্গগুলো হলো-
চুল পড়ে যাওয়া, প্রচন্ড মাথাব্যথা
গলা সুকিয়ে যাওয়া
জ্বর
শরীর সামান্য শুকিয়ে যাওয়া
সিফিলিসের চূড়ান্ত স্তর-
সিফিলিসের সবচেয়ে মারাত্নক পর্যায় হলো এই স্তর। এই সময়ে উপসর্গগুলো হলো- হাট আক্রান্ত হওয়া
রক্তনালীর সমস্যা
মস্তিষ্কের রক্তরণ
স্পাইরালস কার্ডের সমস্যা
নিউরো সিফিলিস
চোখ আক্রান্ত হওয়া
গোপনাঙ্গের চূড়ান্ত সমস্যা
সিফিলিসের চিকিৎসা
পেনিডিওর ইনজেকশন সিফিলিসের প্রধান চিকিৎসা। এটি প্রতি সপ্তাহে একবার করে নিতম্বে গ্রহন করতে হয়। ইনজেকশন নিবার আগে খেয়াল রাখতে হবে সিরিঞ্জ যেন জীবাণুমুক্ত হয়। যদি রোগীর পেনিসিলিনের স্পর্শকাতরতা থাকে তবে টেট্রাসাইকিন এবং এমপিসিলিন ৫০০ মিঃগ্রাঃ করে দিনে চার বার সেবন করতে হবে।
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ
কাফি
স্যার সালাম নিবেন,
আমি আপনার এ নিবন্ধটি পড়ে একটু কনফিউশনে পড়েছি এবং আমি একটি জটিল সমস্যায় ভুগছি। আমি একজন স্টুডেন্ট। এখানে আপনার কোন যোগাযোগ মোবাইল নাম্বার, ই-মেইল বা ঠিকানা নেই। আমি আপনার সাথে অতিস্বত্বর যোগাযোগে আগ্রহী । তাই দয়া করে আমার ই-মেইল নাম্বারে যোগাযোগ করলে কৃতার্থ হব
কাফি
কক্সবাজার।
Bangla Health
এখানে যোগাযোগ করে দেখতে পারেন-
মনোজগত সেন্টার, রোড- ৪, বাড়ী- ৫ (দোতলা), ধানমন্ডি, ঢাকা-১২০৫।
ল্যাব এইডের পাশেই অবস্থিত।
ফোন- ৯৬৬২৪৭৫
মোবাইল ০১৮১৯-২৪০০০০।
mohin
” র্যাশ ” বলতে কি বোঝানো হয়েছে, একটু পরিস্কার করে বললে ভাল হতো
Bangla Health
চুলকানি হলে সেখানে ছোট ছোট গোলাকার ধরনের যে লালচে ঘামাচির হয় বা মাঝে মাঝে সামান্য একটু জায়গা নিয়ে ফুলে উঠে, সেরকম কিছু। গুগলে rash লিখে ইমেজ সার্চ করে দেখতে পারেন।
BIKAL
doia kore janaben ke,prithibete homosexuality’r kono treatment ase kina.bngladesh e er ke trtment ase?
Bangla Health
এখন পর্যন্ত গবেষণায় দেখা গেছে ব্যাপারটা জেনেটিক্যাল। এটাকে আধুনিক কালে কোন রোগ হিসাবে দেখা হয় না। তাই চিকিৎসা নিয়েও তেমন কোন ব্যাপার নাই।