এক প্রকার ব্যাকটেরিয়া আক্রমণে নারীদের এই শারীরিক মিলন বাহিত রোগ হয়। মধ্য বয়সী নারীদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হবার সম্বাবনা বেশি থাকে। এই রোগের সাধারণ উপসর্গগুলো হলো-
গোপনাঙ্গ র্যাস।
প্রচন্ড মাথা ব্যথা ।
উরুর কাছে ঘামাচির মতো সৃষ্টি ।
ব্যথাহীন দানা ।
হাড়ের জোড়ায় ব্যথা ।
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ
Leave a Reply