হারপিরেস কারণ ভাইরাসের সংক্রমণ। দুই প্রকার হারপিস ভাইরাস রয়েছে। হারপিস ভাইরাস এক এবং হারপিস ভাইরাস দুই নামে এগুলো পরিচিত। অন্যান্য ভাইরাস জনিত অসুখের মতো হারপিসের ও চিকিৎসা সম্ভব। হারপিস এক প্রকার শারীরিক মিলন সংক্রামক রোগ। সাধারণত এর উপসর্গগুলো হলো এরকম-
জ্বর ।
শরীর ব্যথা ।
গলায় ব্যথা ।
ঠোঁটে, মুখে, ত্বকে, অস্বাভাবিক র্যাস সৃষ্টি ।
হারপিসের চিকিৎসা-
ট্যাবলেট এসিকোভির ২০০ মিঃগ্রাঃ করে দিনে পাঁচটি সেবন করতে হবে। ক্যাপসুল কোরফেনিকল ২৫০ মঃগ্রাঃ করে দিনে চারটি করে সাত দিন সেবন করতে হবে। এছাড়াও পরিস্থিতি মারাত্নক হলে পরামর্শ নেয়া উচিত।
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ
জনি
আমার মাল পড়ে যায় কেন..? আমার তো ভয় করছে আমি কি বিয়ে করবো..?
Bangla Health
এই ভয় পেলে এই ধরনের সমস্যা আরো বাড়ে। মনোবল বাড়ান। লাইফস্টাইল সুন্দর করুন।