শারীরিক মিলন ছাড়া ও নারী চূড়ান্ত শারীরিক মিলন আনন্দ পেতে পারে । এটি হচ্ছে নারীর স্বমেহন প্রক্রিয়া । নারী যদি স্বমেহন বা হস্তমৈথুন করে তবেও তার শারীরিক মিলন আনন্দ পেতে পারে । নারীর ভগাংকুরের অংশটি সবচেয়ে বেশি উত্তেজক অংশ এখানে নারী হাতের স্পর্শে বা শারীরিক মিলনির ভেতরে লিঙ্গ সদৃশ্য কোনো কিছু ঢুকিয়ে নারী শারীরিক মিলন আনন্দ পেতে পারে । অনেকে মনে করেন শারীরিক মিলন ছাড়া শারীরিক মিলন আনন্দ পাওয়া আদৌ সম্ভব নয় । কিন্তু এটি সত্য যে স্বমেহন শারীরিক মিলন জীবনের একটি স্বাভাবিক অংশ । এটি শারীরিক কোনো তি করে না । এটি দিনে রাতে যে কোনো সময় শারীরিক মিলন সঙ্গি বা সঙ্গিনীর সাহায্য ছাড়াই করা যেতে পারে । শারীরিক মিলন বিশেষজ্ঞ হ্যাভলক এলিস মনে করেন হস্তমৈথুন বা স্বমেহন বহু নারী কে অন্য মাত্রার শারীরিক মিলনানুভূতি এনে দিতে পারে । হয়তো নারী ঠিক এভাবে এর আগে কখনো শারীরিক মিলন আনন্দ অনুভব করেনি । স্বমেহন ক্ষেত্রে যে ব্যাপারটি ঘটে সেটি হলো নারী তার শারীরিক মিলন অনুভূতিকে নিজে নিজেই নিয়ন্ত্রণ করতে পারে । কৈশোরকালিন সময়ে সাধারণত একজন নারী বা পুরুষ স্বমেহনের ব্যাপারে জানতে পারে । স্বমেহন নারীর শারীরিক মিলন আনন্দের তীব্রতা বাড়াতে পারে । এটি পুরুষের জন্য ও সমানভাবে আনন্দজনক । পুরুষ গড়ে নারীর চাইতে বেশি হস্তমৈথুন করে থাকে । পুরুষ এবং নারীর স্বমেহনের পর পার্থক্য হলো পুরুষ শতকরা ৮১ জন এবং নারী শতকরা ৫৯ জন । নারী এবং পুরুষ শারীরিক মিলন আনন্দের বিকল্প উপায় হিসাবে স্বমেহনকে বেছে নেয় । আবার কেউ কেউ স্বমেহনকালীন সময়ে শারীরিক মিলন ফ্যান্টাসিকে গ্রহন করে । এতে করে শারীরিক মিলন অনুভূতি আরো বেড়ে যেতে পারে । বয়ঃসন্ধিকালীন সময়ে নারীর স্বমেহনের ব্যাপারে অতি উৎসাহ দেখা যেতে পারে । এর প্রধান কারণ এই সময়ে নারীর শরীরে হরমোন নিঃসরণের পরিমান বেড়ে যায় । অনেক পিতা মাতা তাদের ছেলে বা মেয়ে কে শারীরিক মিলন একটি নোংরা ব্যাপার এই বিষয়ে ধারণা দেন । এরকম ধারণায় পরবর্তী সময়ে বিশ্বাসী হয়ে অনেক নারী এবং পুরুষ শারীরিক মিলনের ব্যাপারে অনাগ্রহি হয়ে উঠে । মনে রাখা উচিত শারীরিক মিলন আদৌ কোনো খারাপ বিষয় নয় । এটি মনোদৈহিক এবং শারীরিক উৎকর্ষতা তৈরি করে । তবে পাশা-পাশি এটিও সত্য যে অতিরিক্ত স্বমেহন নারীর এবং পুরুষের স্ব্যাস্থগত সমস্যারও সৃষ্টি করতে পারে । এটি ততোণ ভাল যতোণ পর্যন্ত শরীরে প্রয়োজনীয় পুষ্টি এবং ভিটামিনের স্থিতিস্থাপকতা বজায় থাকে । নারীর জন্য কোনো কোনো সময় স্বমেহনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে । এটি সুস্থ্য শারীরিক মিলনেরই প্রকাশ ঘটায় । তবে পুরুষদের হস্তমৈথুন সংক্রান্ত কিছু ধারণা হলো –
হস্তমৈথুন শারীরিক মিলন উত্তেজনা কমায় না ।
হস্তমৈথুনে বীর্যপাত হয় সামান্য ।
হস্তমৈথুনের সময় শারীরিক মিলন উত্তেজক ছবি দেখা ভলো ।
হস্তমৈথুনে লিঙ্গের দৃঢ়তা বাড়ে ইত্যাদি ।
পাশাপাশি বহু পুরুষের শারীরিক মিলন এবং হস্তমৈথুন সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা আছে এবং তারা হস্তমৈথুনকে পাপ মনে করেন । সাধারণত এই বিশ্বাসগুলো সৃষ্টি হয় বিভিন্ন কারণে । যেমন-
বৃদ্ধ বয়সে ধর্মীয় বিশ্বাস ।
ডাক্তারী ভ্রান্ত কৌশল অবলম্বন ।
পিতা মাতার কঠোর শাসন ।
সব নারীকেই পবিত্র মনে করা ।
ডাক্তারদের ভুল ব্যাখ্যা ।
কুসংস্কার ইত্যাদি ।
এর পাশপাশি একজন হস্তমৈথুনকারী আরো বিভিন্ন বিষয় চিন্তা করে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে অন্যান্য ক্ষেত্রে তার চিন্তা ভাবনা ও বিশ্বাসগুলো হলো:
এটি শারীরিক ও মানসিক অসুস্থতার সৃষ্টি করে ।
এটি চোখের দৃষ্টি কমিয়ে দেয় ।
এক ফোঁটা বীর্যে চল্লিশ ফোঁটা রক্ত থাকে ।
অতিরিক্ত হস্তমৈথুন পুরুষকে পুরুষত্বহীন করে তোলে ।
হস্তমৈথুন লিঙ্গের স্নায়ু এবং রক্তচলাচলের কোষকে দুর্বল করে তলে ।
এটি পিঠ ব্যথার সৃষ্টি করে ।
এটি সামাজিকতার চোখে নিন্দনীয় ।
এটি একজন পুরুষকে সমকামী করে তুলতে পারে ।
উপরের সবগুলোই চিন্তা ভ্রান্ত এবং বাস্তবতা বহির্ভূত । হস্তমৈথুন কোনো কোনো সময় মানসিক চাপ সৃষ্টি করে ঠিকই কিন্তু এর ফলে দৈহিক এবং মানসিক কোনো পরিবর্তন হয় না । হস্তমৈথুনের ব্যাপ্যারে কিনসে প্রকাশিত আসল তথ্যগুলো হলো –
পরিমিত মাত্রার হস্তমৈথুন ভালো।
২৫ বছরের পর দৈনন্দিন হস্তমৈথুন ক্ষতিকর নয় ।
এটি একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া ।
এটি আত্নবিশ্বাস বাড়ায় ।
মাত্রা অতিরিক্ত হস্তমৈথুন (যেমন দিনে একাধিক বার) খারাপ ।
এটি শারীরিক মিলন অনুভূতি চাঙ্গা করে ।
হস্তমৈথুন শারীরিক মিলনের কৌশল বাড়াতে সাহায্য করে ।
এটি আত্মতৃপ্তিদায়ক শারীরিক মিলন অভ্যাস ।
স্বাভাবিকভাবে হস্তমৈথুনের ফলে কেউ যদি মানসিক এবং শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়ে এবং ব্যাপারটি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে তবে নিচের ব্যবস্থাপত্র গ্রহন করা উচিত – বি কমপ্লেঙ ইনজেকশন প্রতি দিন একটি করে পনের দিন ।
ট্যাবলেট এম ভি এফ এঙ এক মাস সেবন করতে হবে ।
প্রতিদিন ঘুমের আগে ৫মিলি গ্রাম ডায়াজিপাম একটি করে সেবন করতে হবে।
ট্যাবলেট সেট্রা-৫০ মিলিগ্রাম প্রতিদিন একটি করে সেবন করতে হবে ।
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ
আধার
আমার যোন মিলনেরআগে বীর্যপাত হয়ে যায়।আমি খুব বেশি সময় নিয়ে যোনমিলন করতে পারি না?
দয়া করেআমাকে ভালোএকটি পরামর্শ দেবেন?
Bangla Health
আগে শরীর স্বাস্থ্য ভালো করুন। ব্যায়াম করুন। বিশেষ করে কেজেল ব্যায়াম করলে বাড়তি উপকার পাবেন।
মনকেও সর্বদা প্রফুল্ল রাখতে হবে। সেক্সের সময় মনে ভয় বা দুশ্চিন্তা থাকা যাবে না। এছাড়া সেক্সের অনেক কলা-কৌশল আছে। আমাদের বাংলা লাইব্রেরি বিভাগে কামসূত্রের বাংলা করে দেয়া আছে। ওগুলো পড়ে নিন।
Nano
Ami Amar birjo ghono korte Chai ebong puro 1 hour sex korte Chai.Ami ki ousudh Khabo.
Bangla Health
ওষধে সাইড এফেক্ট থাকবে যা পরবর্তীতে ক্ষতিকর হবে। বীর্য ঘন করার জন্য স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে।
jahir
upora ja sob osud acha tar ingragi name ki ?
Bangla Health
ইংরেজিতেই আছে।
Ramim Hasan
Amr boyes 19,hat dara moithin kori na.kolbalis dia kori,tobe ager cheye recent,besi masterbet kore felci,birzo onek ber hoy..,ata ki kmn bisoy hothat kore besi sex korte mon chay ar birzo ber hoy ager theke besi