যদিও সুন্দরী মহিলাদের প্রতিই পুরুষরা বেশী আকৃষ্ট হন৷ কিন্তু সুন্দরীর চাইতে যাদের ‘ইমোশনাল ইন্টটেলিজেন্সটা’ বেশী থাকে তারাই তাদের দাম্পত্য জীবনে সুস্থ স্বাভাবিক শারীরিক মিলন সম্পর্ক গড়তে সক্ষম হন৷ বিশেষজ্ঞরা তাদের রিসার্চে এই তথ্যটাই প্রমাণ করেছেন৷ লন্ডন এর কিংস কলেজে এই বিষযটা নিয়ে গবেষণা করা হয়েছিল৷
তাদের গবেষনাতে ধরা পড়েছে যে সব মহিলাদের EI অর্থাত ‘ইমোশনাল ইন্টটেলিজেনসটা’ বেশী মাত্রায় থাকে তারাই শারীরিক মিলনে তাঁর সঙ্গীকে বেশী সুখানুভূতি দিতে পারেন৷ অপরদিকে যাদের ইমোশনাল ইন্টিটেলিজেনসটা কম মাত্রায় থাকে তাদের শারীরিক মিলন সম্পর্কের ক্ষেত্রে নানা সমস্যা আসে৷
মঙ্গলবার, 12 মে 2009
সূত্রঃ ওয়েবদুনিয়া.কম
Leave a Reply