শারীরিক মিলনের সময় কনট্রাসেপ্টিভ ব্যবহার করলে তা মিলনকালীন আনন্দ বাড়িয়ে দেয়৷ সাধারণ মানুষের মধ্যে প্রচলিত ধারণা আছে, শারীরিক মিলনের সময়ে কনট্রাসেপ্টিভ হিসাবে কনডোম ব্যবহার করলে তা শারীরিক মিলনের আনন্দ কম করে৷ কিন্তু যারা হরমোনাল কনট্রাসেপ্টিভ এবং কনডোম দুটিই ব্যবহার করেন তাদের অভিজ্ঞতা কিছুটা আলাদা৷ তাদের মতে এই পদ্ধতিতে তারা শারীরিক মিলন উপভোগ করে৷
মহিলাদের কাছে শারীরিক মিলনের ক্ষেত্রে দুটি বিষয়ই প্রাধান্য পায়৷ মিলনের সময়ে আনন্দ এবং পূর্ণ পরিতৃপ্তি৷ তাই পুরুষ দের কনডোম ব্যবহারের ক্ষেত্রে মহিলাদের পরিতৃপ্তি নিয়ে প্রশ্ন দেখা যায়৷ মহিলারা অনেক ক্ষেত্রে ভাবেন পুরুষদের কনডোম ব্যবহার তাদের পরিতৃপ্তির ক্ষেত্রে বাধার সৃষ্টি করে৷
কিন্তু আধুনিক কনট্রাসেপ্টিভ ব্যবহারের দ্বারা দেখা গেছে পুরুষ এবং মহিলা উভয়েই শারীরিক মিলনের দিক টি পরিপূর্ণ ভাবে উপভোগ করার সঙ্গে সঙ্গে পরিতৃপ্তও হতে পারছেন৷ কাজেই এখন আর আগের সেই বদ্ধমূল ধারণা শারীরিক মিলনের ক্ষেত্রে বাঁধার সৃষ্টি করে না৷ তা আনন্দ উপভোগের নতুন সুযোগ এনে দেয়৷
বৃহস্পতিবার, 11 ডিসেম্বর 2008
সূত্রঃ ওয়েবদুনিয়া.কম
দোয়েল
সেক্সের ক্ষেত্রে সুইস পদ্ধতি বলতে কি বুঝায়?
Bangla Health
জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি পরিবর্তন হতে পারে, যেমন ক*ন*ড*ম থেকে পিলে। আবার মিলন কালে আসন পরিবর্তন, যেমন মেয়ে নিচে, ছেলে উপরে থেকে ছেলে নিচে, মেয়ে উপরে।
দোয়েল
এনাল বলতে কি বুঝি?
Bangla Health
পায়ুপথ, পায়খানার রাস্তা।
joynal
cheLA DHER KONO SEX TOY ASE ABONG TA KI VABE BABOHER KORTEY HOY P L,,,,,,,,,,,,,,?SOBE BOLBEN THANK YOU SO MUCH,
Bangla Health
কৃত্রিম জননাঙ্গ পাওয়া যায়।